শেরপুরে ডিএসএ দাবা প্রতিযোগিতার বাছাই পর্বে চ্যাম্পিয়ন হাবীব

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:১৬ এএম, ০৫ মার্চ ২০১৯
শেরপুরে ডিএসএ দাবা প্রতিযোগিতার বাছাই পর্বে চ্যাম্পিয়ন হাবীব

শেরপুরে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে দাবা উপ-পরিষদের ব্যবস্থাপনায় ডিএসএ দাবা প্রতিযোগিতার বাছাই পর্বে নকলার চন্দ্রকোনা এলাকার দাবাড়ু আহসান হাবীব চ্যাম্পিয়ন হয়েছেন। বাছাই পর্বে ৭ রাউন্ড সুইস লীগ পদ্ধতির সর্বশেষ খেলায় আহসান হাবীব সদর উপজেলার রেজাউল করিমকে পরাজিত করে ৬ পয়েন্ট অর্জন করেন।

এছাড়া এ শ্রীবরদীর হাজ্জাজ বীন মারূফ, সদরের আবু জর গাফ্ফারি, শাকিল আহমেদ, আতিকুর রহমান স্বপন ৫ পয়েন্ট করে এবং নকলার মোহাম্মদ আমিরুল ইসলাম সাড়ে চার অর্জন করে চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করেন।

সপ্তম রাউন্ডে হাজ্জাজ বীন মারূফ নকলার টিটো মিয়াকে, আতিকুর রহমান স্বপন নকলার সোহেল রানাকে, শাকিল আহমেদ নকলার মোহাম্মদ আমিরুল ইসলামকে এবং আবু জর গাফ্ফারি সরকারি ভিক্টোরিয়া একাডেমীর রায়হান সোবাহান আপনকে পরাজিত করেন।

সমান সাড়ে চার পয়েন্ট করে পাওয়ায় টিটো মিয়া টাইব্রেকারে খেলতে নিতে অস্বীকৃতি জানালে মোহাম্মদ আমিরুল ইসলাম চুড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করেন। প্রথমপর্বে ১৮ জন দাবা খেলোয়াড় প্রতিদ্বন্দ্বীতা করেন।

আগামী ৭ মার্চ থেকে ১২ জনকে নিয়ে রাউন্ড রবীন লীগ ভিত্তিতে অনুষ্ঠিত হবে ডিএসএ দাবা প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব। চূড়ান্ত পর্বে গত আসরের সর্বোচ্চ পয়েন্টধারী ৫ জন, স্কুল দাবা চ্যাম্পিয়ন এবং বাছাই পর্বের প্রথম ৬ জন অংশগ্রহন করবেন।

প্রথমপর্বে চ্যাম্পিয়ন হওয়ায় নকলার দাবাড়ু আহসান হাবীবকে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজিমুল হক নাজিম, অতিরিক্ত সাধারণ সম্পাদক মানিক দত্ত, দাবা উপ-পরিষদের সভাপতি জাকির হোসেন বাবুল, নকলা উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাদেকুর রহমান অভিনন্দন জানিয়েছেন।

গত ১ মার্চ থেকে শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে শুরু হওয়া ডিএসএ দাবা প্রতিযোগিতা-২০১৯ এ রেটিংধারী তিন দাবাড়ু এবং দুই নারী সহ ২৪ জন দাবা খেলোয়াড় অংশগ্রহণ করছেন।


শেয়ার করুন :


আরও পড়ুন

শেরপুরে অনুর্ধ্ব-১৬ স্কুল দাবায় চ্যাম্পিয়ন প্রিয়ন্তি

শেরপুরে অনুর্ধ্ব-১৬ স্কুল দাবায় চ্যাম্পিয়ন প্রিয়ন্তি

ওয়ালটনের সৌজন্যে দিনব্যাপী স্কুল দাবা প্রশিক্ষণ কর্মশালা

ওয়ালটনের সৌজন্যে দিনব্যাপী স্কুল দাবা প্রশিক্ষণ কর্মশালা

শেরপুরে ডিএসএ দাবা প্রতিযোগিতা উদ্বোধন

শেরপুরে ডিএসএ দাবা প্রতিযোগিতা উদ্বোধন

প্রথম বিভাগ দাবা লিগের শীর্ষে জনতা ও অগ্রণী ব্যাংক

প্রথম বিভাগ দাবা লিগের শীর্ষে জনতা ও অগ্রণী ব্যাংক