জেএফএ অনূর্ধ্ব-১৪ বালিকা ফুটবল চ্যাম্পিয়নশীপে ফাইনালে ঠাকুরগাঁও জেলাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে রংপুর জেলা বালিকা ফুটবল দল। ফাইনাল ম্যাচে ঠাকুরগাঁও জেলাকে টাইব্রেকারে হারিয়ে দিয়েছে রংপুর জেলার বালিকারা।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) অনুষ্ঠিত ফাইনালে রংপুর জেলা বালিকা ফুটবল দল টাইব্রেকারে ৩-২ গোলের ব্যবধানে ঠাকুরগাঁও জেলা বালিকা ফুটবল দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। এর আগে রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি ১-১ গোলে সমতায় শেষ হয়।
প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল ম্যাচের শুরুতে উভয় দলই আক্রমণ পাল্টা আক্রমণ করে খেলে। ম্যাচের ৩০তম মিনিটে ঠাকুরগাঁওয়ের রুনা গোল করে দলকে ১-০ গোলে এগিয়ে নেয়। সেই সঙ্গে নিজের ১৫তম গোল পূর্ণ করেন। আর কোন গোল না হওয়ায় ১-০ ব্যবধানেই শেষ হয় প্রথমার্ধের খেলা।
দ্বিতীয়ার্ধের শুরু থেকেই রংপুর কিছুটা উজ্জীবিত হয়ে খেলে। গোল পরিশোধে মরিয়া হয়ে ওঠা রংপুর একের পর এক আক্রমণ শানাতে থাকে। তারই ফলশ্রুতিতে ম্যাচের ৪১তম মিনিটে রংপুরের অনন্যা গোল করে ম্যাচে সমতা ফিরিয়ে আনে। সেই সঙ্গে আসরে নিজের ১২তম গোলের দেখা পান তিনি।
ম্যাচের বাকি সময়ে কোন দলই আর গোল করতে না পারায় নির্ধারিত সময়ের ম্যাচ ১-১ গোলে অমীমাংসিতভাবে শেষ হওয়ায় ম্যাচ টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারে রংপুর ৩-২ গোলে ঠাকুরগাঁওকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
চ্যাম্পিয়নশীপে ১৫টি গোল করে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পায় ঠাকুরগাঁওয়ের রুনা। ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হয় রংপুরের অনন্যা। সেরা গোলরক্ষক নির্বাচিত হয় ঠাকুরগাঁওয়ের গোলরক্ষক রিক্তি।
ফাইনাল শেষে রংপুর জেলা বালিকা ফুটবল দলের অধিনায়ক নীলা জানায়,চ্যাম্পিয়ন হতে পেরে সে এবং তার দলের সকল সদস্য অত্যন্ত খুশি। প্রথমে পিছিয়ে পড়েও তার দলের খেলোয়াড়রা চমৎকার ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করে জয় ছিনিয়ে নিয়েছে।
ম্যাচ শেষে রাজশাহী জেলা ফুটবল এসোসিয়েশনের কোষাধ্যক্ষ সিরাজুল ইসলাম সিরাজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলেের হাতে পুরস্কার তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) মোহা. যোবায়ের হোসেন।
এ সময় বাফুফে উইমেন্স কমিটির সদস্য মানস বোস বাবুরাম, মো. নজরুল ইসলাম, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. তৌফিকুর রহমান রতন, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহমুদ আলম বাবুসহ বিভিন্ন জেলা থেকে আগত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ফাইনাল ম্যাচে রেফারি ছিলেন মাহফুজা রাহাত। তাদের সহযোগিতা করেন শাহিন, তাসফিয়া আকতার, মাথিংনু মারম ও সোনিয়া। ম্যাচ কমিশনারের দায়িত্ব পালন করেন সরকার ছবির আহমেদ।
মো. ফয়সাল আলম, রাজশাহী/আরএস
