কুয়েটে মাসব্যাপী হল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন অমর একুশে হল

ক্যাম্পাস প্রতিনিধি ক্যাম্পাস প্রতিনিধি প্রকাশিত: ১১:৩৬ পিএম, ০৯ এপ্রিল ২০১৯
কুয়েটে মাসব্যাপী হল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন অমর একুশে হল

বাংলাদেশের মানুষের কাছে ক্রিকেট মানেই অন্যরকম আমেজ। হোক সেটা আন্তর্জাতিক, ঘরোয়া কিংবা পাড়া-মহল্লার। তেমনি এক টুর্নামেন্ট শেষ হলো খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট)।

পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় কুয়েট বিশ্ববিদ্যালয়ের সুনাম রয়েছে দেশজুড়ে। সারাবছর বিভিন্ন ধরনের খেলাধুলার আয়োজন করা হয় এ ক্যাম্পাসে। তবে সবচেয়ে উত্তেজনাপূর্ণ যে টুর্নামেন্ট সেটা হলো আন্তঃহল ক্রিকেট/ফুটবল টুর্নামেন্ট।

ছেলেদের ছয়টি হল নিয়ে আয়োজিত এ টুর্নামেন্টকে মজা করে অনেকে ‘কুয়েটের বিশ্বকাপ’ও বলেন। কিছুদিন আগেই শেষ হয়েছে এ আন্তঃহল ক্রিকেট টুর্নামেন্ট ২০১৯।

টুর্নামেন্টের প্রতিটি দল একে অপরের সাথে খেলে। সেখান থেকে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দুই দল ফাইনালে জায়গা করে নেয়। টুর্নামেন্টে সবার আগে ফাইনাল নিশ্চিত করে অমর একুশে হল। অন্যদিকে, টুর্নামেন্টে অপ্রতিরোধ্য দল হিসেবে ফাইনালে জায়গা করে নেয় বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান হল।

২৯ মার্চ কুয়েটে বসে সেই মহা আসর, এক মাস ধরে চলা হল টুর্নামেন্টের ফাইনাল। ফাইনাল ম্যাচে অমর একুশে হল টস জিতে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান হলকে ব্যাটিংয়ে পাঠায়। বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান হলকে ১০৭ রানে গুটিয়ে দেয় অমর একুশে হল।

জবাবে ব্যাট করতে নেমে দ্রুত উইকেট হারালেও তনয় (৩১) ও বাধনের (১৭) দায়িত্বশীল ব্যাটিংয়ে জয়ে পথে হাঁটে অমর একুশে হল। মাঝখানে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান হল দ্রুত কয়েকটি উইকেট তুলে নিলেও মোস্তাক (১৯), শান্ত, রেদওয়ানরা ম্যাচ হাতছাড়া হতে দেননি।

এক ওভার বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় অমর একুশে হল। সবার আগে বাদ যাওয়ার শঙ্কা থাকলেও শেষ পর্যন্ত তারাই কুয়েটের আন্তঃহল চ্যাম্পিয়নের মুকুট পড়ে।

আরাফাত রহমান/কুয়েট


শেয়ার করুন :


আরও পড়ুন

‘একটি বল একটি গ্রাম ফুটবলের নগরী কুড়িগ্রাম’

‘একটি বল একটি গ্রাম ফুটবলের নগরী কুড়িগ্রাম’

নড়াইলে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা

নড়াইলে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা

নড়াইলে ঘুড়ি উৎসব

নড়াইলে ঘুড়ি উৎসব

নড়াইলের স্বাস্থ্যসেবা বিষয়ে স্বাস্থ্যমন্ত্রীর কাছে মাশরাফি

নড়াইলের স্বাস্থ্যসেবা বিষয়ে স্বাস্থ্যমন্ত্রীর কাছে মাশরাফি