বাগেরহাটে বর্ষবরণে হাডুডু প্রতিযোগিতা

জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি প্রকাশিত: ১১:১৪ পিএম, ১৯ এপ্রিল ২০১৯
বাগেরহাটে বর্ষবরণে হাডুডু প্রতিযোগিতা

বাগেরহাটে বাংলাবর্ষবরণ উপলক্ষে গ্রামবাংলার ঐতিয্যবাহী হাডুডু প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে বাগেরহাট বাজার হ্যান্ডডেলিং এবং মিতালী সংঘ প্রদশর্নী এই হাডুডু প্রতিযোগিতায় অংশ গ্রহন করে।

জেলা সদরের স্টেডিয়ামে গ্রাম বাংলার হাডুডু খেলা দেখতে বিপুল সংখক দর্শক ঢোল - ঢাক নিয়ে মাঠে খেলা দেখতে জড়ো হয়। প্রতিযোগিতায় ১৯ -১৬ পয়েন্টে বাজার হ্যান্ডডেলিং শ্রমিকরা মিতালী সংঘকে পরাজিত করে চ্যাম্পিয়ন ট্রফি ও নগদ ৫ হাজার টাকার পুরস্কার জিতে নেয়।

bagerhat

খেলা শেষে বাগেরহাটের পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন। এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন বাগেরহাট পৌর সভার মেয়র ও জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক খান হাবিবুর রহমান। জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি শেখ হায়দার আলী বাবু, হিন্দু বৌদ্ধ খ্রীস্ট্রান ঐক্য পরিষদের নেতা মিলন ব্যনাজী, বাগেরহাট প্রেসক্লাবের যুগ্ন সম্পাদক শেখ আজমল হোসেন প্রমুখ।

শওকত আলী বাবু, বাগেরহাট


শেয়ার করুন :


আরও পড়ুন

বর্ষবরণে শেরপুরে শিশু আনন্দমেলা-লোকজ খেলাধুলা

বর্ষবরণে শেরপুরে শিশু আনন্দমেলা-লোকজ খেলাধুলা

নড়াইলে ঐতিহ্যবাহী ঘোড়দৌড়

নড়াইলে ঐতিহ্যবাহী ঘোড়দৌড়

ঢাকার কাছে রংপুরের হার

ঢাকার কাছে রংপুরের হার

সুপার সিক্সে উঠতে পারলো না গাজী

সুপার সিক্সে উঠতে পারলো না গাজী