বোলারদের পারফরম্যান্সে খুশি, ব্যাটারদের বার্তা দিলেন সাকিব

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৪৯ পিএম, ০৭ ফেব্রুয়ারি ২০২২
বোলারদের পারফরম্যান্সে খুশি, ব্যাটারদের বার্তা দিলেন সাকিব

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে খুব বেশি বড় স্কোর না করেও বোলারদের নৈপূণ্যে জয় তুলে নিয়েছে ফরচুন বরিশাল। কুমিল্লাকে হারিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলমান অষ্টম আসরে প্লে-অফে এক পা দিয়েছে দলটি। শুধু এ ম্যাচে নয়, পুরো আসরে দলের জয়ে ব্যাটারদের চেয়ে বোলারদের এগিয়ে রাখছেন অধিনায়ক সাকিব আল হাসান। একই সাথে ব্যাটারদের জন্য বার্তা দিয়েছেন তিনি।

সোমবার (৭ ফেব্রুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করে কুমিল্লার বিপক্ষে ৫ উইকেটে ১৫৫ রানের সংগ্রহ গড়েছিল বরিশাল। যা শেষ তিন ম্যাচের তুলনায় ভালো ছিল। তবে ব্যাটারদের চেয়ে বোলারদের ভালো পারফরমেন্সের সুবাদে সেসব ম্যাচে জয় পেয়েছিল বরিশাল।

মূলত মুজিব উর রহমানকে সাথে নিয়ে বরিশালের বোলিং বিভাগে নেতৃত্ব দিচ্ছেন সাকিব আল হাসান। আসরে এখন পর্যন্ত ভালো পারফরম্যান্স করেছেন বিশ্বসেরা এ অলরাউন্ডার। এখন পর্যন্ত দু’টি হাফ সেঞ্চুরি করেছেন তিনি। শুধু তাই নয়, টানা তিন ম্যাচে ম্যান অব দ্য ম্যাচও নির্বাচিত হয়েছেন সাকিব।

কুমিল্লার বিপক্ষে জয় তুলে সাকিব বলেন, ‘আমাদের স্কোরি খুব কম না। আর শুধুমাত্র ২-৩টি বাউন্ডারি পেলে আমরা ১৬৫-১৭০ স্কোর পাব। এটিই ডিফেন্ড করা মতো খুবই ভালো স্কোর। কারণ, আমাদের ভালো বোলিং আক্রমণ আছে।’

দলের বোলারদের প্রসংশা করেন সাকিব। সাথে দলের ব্যাটারদেও সতর্ক করেন তিনি। বলেন, বোলারদের দুর্দান্ত পারফরমেন্সের পরও আমাদের ব্যাটারদের নিশ্চিত করতে হবে যে, তারা বোর্ডে ১৬০/১৭০ রান যোগ করতে পারে।

সাকিব বলেন, ‘আমাদের নিশ্চিত করতে হবে, পরের ম্যাচে আমাদের সেটা করতে হবে। এটা ২০-২৫ রান বা অন্য কিছু নয়। এটি ২-৩ বলের ব্যাপার, যা আমাদের ২-৩টি বাউন্ডারি দিতে পারে এবং এটিই আমাদের প্রয়োজন। আমাদের যোগ্য দল আছে। আমি আশাবাদী, তারা এটা করবে।’

কুমিল্লার বিপক্ষে জয় তুলে টেবিলের শীর্ষে উঠেছে ফরচুন বরিশাল। ৮ ম্যাচে ৫টি জয় ও একটি পরিত্যক্ত ম্যাটের পয়েন্ট নিয়ে প্লে-অফে উঠার দ্বারপ্রান্তে রয়েছে বরিশালের দলটি। অন্যদিকে, ৭ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে কুমিল্লা।

স্পোর্টসমেইল২৪/আরএস

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

বাংলাদেশ ক্রিকেটের দুঃখ ‘শেষ বল’

বাংলাদেশ ক্রিকেটের দুঃখ ‘শেষ বল’

কুমিল্লাকে হারিয়ে প্লে-অফে বরিশালের ‘এক পা’

কুমিল্লাকে হারিয়ে প্লে-অফে বরিশালের ‘এক পা’

মুশফিকের রিভার্স সুইপ, তীরে গিয়ে বরিশালের কাছে হারলো খুলনা

মুশফিকের রিভার্স সুইপ, তীরে গিয়ে বরিশালের কাছে হারলো খুলনা

সাকিবের বরিশালকে বড় হারের লজ্জা দিয়ে কুমিল্লার টানা জয়

সাকিবের বরিশালকে বড় হারের লজ্জা দিয়ে কুমিল্লার টানা জয়