বিপিএলে সরাসরি চুক্তিতে দল পাননি লিটন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:৩৮ পিএম, ২০ নভেম্বর ২০২২
বিপিএলে সরাসরি চুক্তিতে দল পাননি লিটন

৫ জানুয়ারি থেকে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। বিপিএলের নিয়মানুযায়ী প্রত্যেক ফ্র্যাঞ্চাইজি একজন স্থানীয় খেলোয়াড়কে সরাসরি চুক্তিবদ্ধ করতে পারবে। সেই মোতাবেক সবগুলো ফ্র্যাঞ্চাইজি তাদের পছন্দের ক্রিকেটারকে দলে নিয়েছে। তবে দুর্দান্ত ফর্মে থাকা সত্ত্বেও টুর্নামেন্টে অংশ নেওয়া সাতটি ফ্র্যাঞ্চাইজির কারোরই নজরে আসতে পারেননি ব্যাটার লিটন কমার দাস।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এ বিবৃতিতে দলে ভেড়ানো সাতজনের তালিকা প্রকাশ করেছে। সুবিধা নিতে সকল দলই নিজেদের পছন্দের একজন ক্রিকেটারকে সরাসরি চুক্তি করে বেছে নিয়েছে।

মাশরাফি বিন মর্তুজা, তামিম ইকবাল, সাকিব আল হাসান, নুরুল হাসান সোহান, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ এবং আফিফ হোসেন সরাসরি বিপিএলের নবম আসরে দল পেয়েছেন। তবে আশ্চর্যজনক বিষয় হলো- লিটনের প্রতি আগ্রহ দেখায়নি কোন দল।

বাংলাদেশের ক্রিকেটের তিন ফরম্যাটেই নিঃসন্দেহে সেরা ব্যাটার গত দুই বছর ধরে সরাসরি চুক্তিবদ্ধ হয়েছেন। এমনকি সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপেও শক্তিশালী ভারতের বিপক্ষে বাংলাদেশকে জয়ের কাছে নিয়ে গিয়েছিলেন লিটন। তার ২৭ বল ৬০ রান টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে ব্যাটারের খেলা সেরা ইনিংসগুলোর মধ্যে একটি হিসাবে বিবেচিত হবে।

সবার আগে আনুষ্ঠানিকভাবে মাশরাফিকে দলে নেয় সিলেট স্ট্রাইকার্স। সর্বশেষ তাসকিনকে দলে নেয় ঢাকা। এছাড়া ফরচুন বরিশালের হয়ে সাকিব, খুলনা টাইগার্সের হয়ে তামিম, কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে মোস্তাফিজ, রংপুর রাইডার্সের হয়ে সোহান, চিটাগং চ্যালেঞ্জার্সের হয়ে খেলবেন আফিফ হোসেন।

বিদেশি ক্রিকেটারদেরও চূড়ান্ত করেছে ফ্র্যাঞ্চাইজিগুলো। ২৩ নভেম্বর নগরীর একটি স্থানীয় হোটেলে বিপিএলের ড্রাফট অনুষ্ঠিত হবে। ড্রাফটের মাধ্যমে পুরো দল সাজানো হবে।

২০২৩ সালের ৫ জানুয়ারি থেকে নবম আসর শুরু হবে। ৪৩ দিনের টুর্নামেন্টটি শেষ হবে ১৬ ফেব্রুয়ারি। প্রতিবারের ন্যায় এবারো দেশের তিনটি ভেন্যুতে বিপিএলের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।

স্পোর্টসমেইল২৪/আরএস


শেয়ার করুন :


আরও পড়ুন

বিপিএলের প্লেয়ার্স ড্রাফট ২৩ নভেম্বর

বিপিএলের প্লেয়ার্স ড্রাফট ২৩ নভেম্বর

তিন ভেন্যুতে বিপিএল, দেশিদের সর্বোচ্চ পারিশ্রমিক ৮০ লাখ, বিদেশিদের ৮৩ লাখ

তিন ভেন্যুতে বিপিএল, দেশিদের সর্বোচ্চ পারিশ্রমিক ৮০ লাখ, বিদেশিদের ৮৩ লাখ

সিলেট স্ট্রাইকার্সের আইকন মাশরাফি, জানা গেল চার বিদেশির নাম

সিলেট স্ট্রাইকার্সের আইকন মাশরাফি, জানা গেল চার বিদেশির নাম

বিপিএলের সাত দলের নাম চূড়ান্ত, কারা পাচ্ছেন মালিকানা

বিপিএলের সাত দলের নাম চূড়ান্ত, কারা পাচ্ছেন মালিকানা