রংপুর রাইডার্সের অধিনায়ক নুরুল হাসান সোহান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৩০ পিএম, ০১ জানুয়ারি ২০২৩
রংপুর রাইডার্সের অধিনায়ক নুরুল হাসান সোহান

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসর শুরু হতে আর মাত্র কয়েকদিন বাকি। ৬ জানুয়ারি (শুক্রবার) মিরপুরে বিপিএল শুরু হওয়ার আগে দলগুলো তাদের গুছিয়ে নিয়েছে। তারই ধারাবাহিকতায় রংপুর রাইডার্স জানিয়ে দিলো তাদের দলনেতার নাম। বিপিএলের পুরোনো এই দলটির নেতৃত্ব দিবেন নুরুল হাসান সোহান।

রংপুর রাইডার্সে বিদেশি ক্রিকেটার হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন সিকান্দার রাজা (জিম্বাবুয়ে), হারিফ রউফ (পাকিস্তান), মোহাম্মদ নাওয়াজ (পাকিস্তান), শোয়েব মালিক (পাকিস্তান), পাথুম নিশাঙ্কা (শ্রীলঙ্কা), জেফ্রি ভ্যান্ডারসাই (শ্রীলঙ্কা)। তাদের সবাইকে সরাসরি চুক্তিবদ্ধ করেছে ফ্র্যািঞ্চাইজিটি।

এছাড়া ড্রাফট থেকে শেখ মেহেদি হাসান, হাসান মাহমুদ, মোহাম্মদ নাঈম শেখ, রাকিবুল হাসান, শামীম হোসেন, রিপন মণ্ডল, আজমতউল্লাহ ওমরজাই (আফগানিস্তান), অ্যারন জোনস (যুক্তরাষ্ট্র), রনি তালুকদার, পারভেজ হোসেন ইমন, রবিউল হক, আলাউদ্দিন বাবুকে দলে ভেড়ানো হয়েছে।

ড্রাফট শেষে যেমন হলো বিপিএলের দল

বিদেশি ক্রিকেটারের ন্যায় অধিনাকত্বের ভার দেওয়া নুরুল হাসান সোহানকেও সরাসরি চুক্তিতে দলে নিয়েছিল রংপুর রাইডার্স কর্তুপক্ষ। এবারে দেশি এ ক্রিকেটারের হাতেই তুলে দিলো দলের নেতৃত্ব।

বিপিএলে রংপুর রাইডার্স দল
নুরুল হাসান সোহান (অধিনায়ক), সিকান্দার রাজা (জিম্বাবুয়ে), হারিফ রউফ (পাকিস্তান), মোহাম্মদ নাওয়াজ (পাকিস্তান), শোয়েব মালিক (পাকিস্তান), পাথুম নিশাঙ্কা (শ্রীলঙ্কা), জেফ্রি ভ্যান্ডারসাই (শ্রীলঙ্কা), শেখ মেহেদি হাসান, হাসান মাহমুদ, মোহাম্মদ নাঈম শেখ, রাকিবুল হাসান, শামীম হোসেন, রিপন মণ্ডল, আজমতউল্লাহ ওমরজাই (আফগানিস্তান), অ্যারন জোনস (যুক্তরাষ্ট্র), রনি তালুকদার, পারভেজ হোসেন ইমন, রবিউল হক, আলাউদ্দিন বাবু।

স্পোর্টসমেইল২৪/আরএস


শেয়ার করুন :


আরও পড়ুন

বিপিএলে সরাসরি চুক্তিতে দল পাননি লিটন

বিপিএলে সরাসরি চুক্তিতে দল পাননি লিটন

তিন ভেন্যুতে বিপিএল, দেশিদের সর্বোচ্চ পারিশ্রমিক ৮০ লাখ, বিদেশিদের ৮৩ লাখ

তিন ভেন্যুতে বিপিএল, দেশিদের সর্বোচ্চ পারিশ্রমিক ৮০ লাখ, বিদেশিদের ৮৩ লাখ

আইপিএল-বিগ ব্যাশের পরেই বিপিএল: নাজমুল হাসান

আইপিএল-বিগ ব্যাশের পরেই বিপিএল: নাজমুল হাসান

বিপিএলে সর্বোচ্চ উইকেট শিকারি মোস্তাফিজ

বিপিএলে সর্বোচ্চ উইকেট শিকারি মোস্তাফিজ