ঢাকা-সিলেট-ঢাকার পর বিপিএল এবার চট্টগ্রামে

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৩০ পিএম, ২৪ জানুয়ারি ২০১৯
ঢাকা-সিলেট-ঢাকার পর বিপিএল এবার চট্টগ্রামে

ঢাকা-সিলেট-ঢাকার পর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০ ক্রিকেট ষষ্ঠ আসর এবার শুরু হচ্ছে বন্দর নগরী চট্টগ্রামে। শুক্রবার (২৫ জানুয়ারি) থেকে শুরু হওয়ার বিপিএলের চট্টগ্রাম পর্ব চলবে আগামী ৩০ জানুয়ারি (বুধবার) পর্যন্ত। মাঝখানে একদিন বিরতি দিয়ে পাঁচদিনে চট্টগ্রামে মোট ১০টি খেলা অনুষ্ঠিত হবে।

শুক্রবার (২৫ জানুয়ারি) দিনের প্রথম ম্যাচে লড়বে সিলেট সিক্সার্স-রাজশাহী কিংস। খেলাটি শুরু হবে দুপুর ২টায়। দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে চট্টগ্রাম ভাইকিংস ও রংপুর রাইডার্স। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৭টায়। দু’টি ম্যাচই হবে জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে।

দ্বিতীয় দিন ২৬ জানুয়ারি (শনিবার) দিনের প্রথম খেলায় মুখোমুখি হবে সিলেট সিক্সার্স-খুলনা টাইটান্স। দিনের দ্বিতীয় খেলায় মাঠে নামবে চিটাগং ভাইকিংস ও রাজশাহী কিংস।

শনিবার খেলা শেষে ২৭ জানুয়ারি (রোববার) কোন ম্যাচ নেই। একদিন বিরতি দিয়ে ২৮ জানুয়ারি (সোমবার) আবারও শুরু হবে বিপিএল। ওইদিন দিনের প্রথম খেলায় মুখোমুখি হবে খুলনা টাইটান্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং দিনের দ্বিতীয় খেলায় মাছে নামবে ঢাকা ডায়নামাইটস ও রংপুর রাইডার্স।

২৯ জানুয়ারি (মঙ্গলবার) দিনের প্রথম খেলায় চিটাগং ভাইকিংস ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং দিনের দ্বিতীয় খেলায় রংপুর রাইডার্স ও রাজশাহী কিংস মুখোমুখি হবে। বন্দর নগরীতে বিপিএলের শেষ দিন অর্থাৎ ৩০ জানুয়ারি (বুধবার) দিনের প্রথম খেলায় চিটাগং ভাইকিংস ও ঢাকা ডায়নামাইটস এবং দিনের দ্বিতীয় খেলায় সিলেট সিক্সার্স ও রাজশাহী কিংসের খেলা অনুষ্ঠিত হবে।

এর আগে ৫ জানুয়ারি বিপিএলের উদ্বোধনী দিন থেকে ঢাকার প্রথম পর্বে ১৪টি, সিলেট পর্বে ৮টি এবং ঢাকার দ্বিতীয় পর্বে ৬টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। চলমান আসরে চট্টগ্রাম পর্ব শেষে ১ ফেব্রুয়ারি থেকে আবারও ঢাকায় ফিরবে বিপিএলের খেলা। সেই পর্বে কোয়াটার ফাইনাল- ফাইনালসহ মোট ৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে এবং সূচি অনুযায়ী আগামী ৮ ফেব্রুয়ারি ফাইনাল খেলোর মধ্য দিয়ে এক বছরের পর্দা নামবে বিপিএলের।

ঢাকা দুই ও সিলেট পর্ব শেষে ৭ ম্যাচে ৬ জয় ও ১ পরাজয়ে ১২ পয়েন্ট (রান রেট : ০.৩৩৯) নিয়ে শীর্ষে রয়েছে চিটাগং ভাইকিংস। ৮ ম্যাচ খেলে ৫ জয় ও ৩ পরাজয়ে ১০ পয়েন্ট (রান রেট : ১.৩৬১) নিয়ে দু’য়ে ঢাকা ডায়নামাইটস, ৮ ম্যাচ খেলে ৫ জয় ও ৩ পরাজয়ে ১০ পয়েন্ট (রান রেট : -০.০৩৭) নিয়ে তিনে রয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

এছাড়া ৮ ম্যাচ খেলে ৪ জয় ও ৪ পরাজয়ে ৮ পয়েন্ট (রান রেট: ০.২৬৪) নিয়ে চার নম্বরে রংপুর রাইডার্স, একই সংখ্যক ম্যাচ খেলে ৪ জয় ও ৪ পরাজয়ে সমান পয়েন্ট (রান রেট : -০.৩৪৯) নিয়ে ৫ নম্বরে রয়েছে রাজশাহী কিংস, সবচেয়ে বেশি ম্যাচ ৯ খেলে ২ জয় এবং ৭ পরাজয়ে ৪ পয়েন্ট (রান রটে: -০.৬৫৩) নিয়ে ৬ নস্বরে খুলনা টাইটান্স এবং ৮ ম্যাচ খেলে ২ জয় ও ৬ পরাজয়ে পয়েন্ট টেবিলের তলানীতে (৭ নম্বর, রান রেট: -০.৮৪২) রয়েছে সিলেট সিক্সার্স।


শেয়ার করুন :


আরও পড়ুন

দলে ফিরলো সাব্বির-তাসকিন, নতুন মুখ নাঈম

দলে ফিরলো সাব্বির-তাসকিন, নতুন মুখ নাঈম

যেভাবে জাতীয় দলে ফিরলেন ‘নিষিদ্ধ’ সাব্বির

যেভাবে জাতীয় দলে ফিরলেন ‘নিষিদ্ধ’ সাব্বির

ক্রিকইনফোর বর্ষসেরা তালিকায় তিন বাংলাদেশি

ক্রিকইনফোর বর্ষসেরা তালিকায় তিন বাংলাদেশি

বিপিএল ২০১৯ : মোট ৪৬ ম্যাচের সংবাদ এক সাথে

বিপিএল ২০১৯ : মোট ৪৬ ম্যাচের সংবাদ এক সাথে