বিপিএল দেখলো দ্বিতীয় সেঞ্চুরি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৩৭ পিএম, ২৫ জানুয়ারি ২০১৯
বিপিএল দেখলো দ্বিতীয় সেঞ্চুরি

রাজশাহী কিংসের ইংলিশ ওপেনার লোরি ইভান্সের ব্যাট থেকে এবারের বিপিএলের প্রথম সেঞ্চুরি আসার পর রংপুর রাইডার্সের এলেক্স হেলস দেখালো দ্বিতীয় সেঞ্চুরি। বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) টি-২০ ক্রিকেটে ষষ্ঠ আসরে ৩০তম ও চট্টগ্রাম পর্বের দ্বিতীয় চিটাগং ভাইকিংসের বিপক্ষে তিনি এ রেকর্ড গড়েন।

ইংল্যান্ডের এলেক্স হেলস ব্যাটসম্যান তার সেঞ্চুরিটি তুলতে ৪৮ বল খেলেন। এর মধ্যে ১১ টি চার ও ৫ ওভার বাউন্ডারি মারেন।

ইনিংস ওপেন করতে নামেন ওয়েস্ট ইন্ডিজের মারকুটে ব্যাটসম্যান ক্রিস গেইল এবং হেলস। এ ম্যাচেও ব্যর্থ হয়েছেন গেইল। মোকাবেলা করা ষষ্ঠ বলে ব্যক্তিগত ২ ও দলীয় ৬ রানে আবু জায়েদের বলে

এলবিডব্লিউর শিকার হন গেইল। তবে আরেক প্রান্তে অবিচল ছিলেন হেলস। পেয়েছেন সেঞ্চুরি। টুর্নামেন্টে দ্বিতীয় সেঞ্চুরি পেতে বল খেলেছেন ৪৮টি। প্রতিপক্ষের বোলারদের ওপর তান্ডব চালিয়ে পাঁচটি ছয় এবং ১১টি চার-এ সমান একশ’ রান করে সিকান্দার রাজার বলে আউট হন হেলস।

প্রসঙ্গত, আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে একটি সেঞ্চুরি করেছেন হেলস। আর তাও এসেছে এই জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। ২০১৪ বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে খেলেছিলেন ১১৬ রানের ইনিংস। 


শেয়ার করুন :


আরও পড়ুন

তান্ডবলীলায় রংপুরের সর্বোচ্চ রানের রেকর্ড

তান্ডবলীলায় রংপুরের সর্বোচ্চ রানের রেকর্ড

বিপিএলে তৃতীয় সেঞ্চুরি

বিপিএলে তৃতীয় সেঞ্চুরি

তলানীতে থাকা সিলেটের কাছে রাজশাহীর হার

তলানীতে থাকা সিলেটের কাছে রাজশাহীর হার

বিপিএলে ‌'বিদ্যুৎ বিভ্রাট'

বিপিএলে ‌'বিদ্যুৎ বিভ্রাট'