সিলেটকে ব্যাটিংয়ে পাঠালো চিটাগং

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:৪৫ পিএম, ০১ ফেব্রুয়ারি ২০১৯
সিলেটকে ব্যাটিংয়ে পাঠালো চিটাগং

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ষষ্ঠ আসরের ৪০তম ম্যাচে প্লে-অফ থেকে বিদায় নেয়া সিলেট সিক্সার্সের বিপক্ষে টসে জয়ে পেয়েছে চিটাগং ভাইকিংস।

টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন চিটাগং ভাইকিংসের অধিনায়ক মুশফিকুর রহিম। অন্যদিকে টস হেরে প্রথমে ব্যাটিং করছে অলক কাপালির সিলেট।

ম্যাচটি সিলেটের জন্য নিয়ম রক্ষা হলেও চিটাগংয়ের জন্য র‌্যাংকিংয়ে পরিবর্তন আনার সুযোগ রয়েছে। কারণ, সিলেটের ইতোমধ্যে প্লে-অফে লেখা অনিশ্চিত হয়েছে। আজ জয় পেলে তাদের পয়েন্ট বাড়বে তবে প্লে-অফে খেলার ক্ষেত্রে অগ্রগতি নেই।

অন্যদিকে ইতোমধ্যে প্লে-অফ  নিশ্চিত করেছে চিটাগং। তবে ১৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থাকা চিটাগং ভাইকিংস জয় পেলে র‌্যাংকিংয়ে দ্বিতীয় স্থানে যাওয়ার সুযোগ রয়েছে।

সিলেটের বর্তন পয়েন্ট ৮। এটিই তাদের শেষ ম্যাচ। এ ম্যাচে জয় পেলে তাদের মোট পয়েন্ট হবে ১০। অন্যদিকে চিটাগংয়ের বর্তমান পয়েন্ট ১৪। এ ম্যাচে জয় পেলে তাদের পয়েন্ট সংখ্যা হবে ১৬। যেখানে ১১ ম্যাচ খেলে ৮ জয় নিয়ে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে ইমরুল কায়েসের কুমিল্লা ভিক্টোরিয়ান্স। 

সিলেট সিক্সার্স একাদশ : অলোক কাপালি (অধিনায়ক), আন্দ্রে ফ্লেচার, আফিফ হোসেন, জেসন রয়, সাব্বির রহমান, তাসকিন আহমেদ, মোহাম্মদ নাওয়াজ, জাকের আলী, এবাদত হোসেন, নাবিল সামাদ ও ওয়েন পার্নেল।

চিটাগং ভাইকিংস একাদশ : মুশফিকুর রহিম (অধিনায়ক), মোহাম্মদ আশরাফুল, ইয়াসির আলি, মোসাদ্দেক হোসেন, রবিউল হক, আবু জায়েদ, ক্যামেরন ডেলপোর্ট, নাইম হাসান, দাসুন শানাকা, সিকান্দার রাজা, হার্দাস ভিলিওন।


শেয়ার করুন :


আরও পড়ুন

বিপিএল ২০১৯ : মোট ৪৬ ম্যাচের সংবাদ এক সাথে

বিপিএল ২০১৯ : মোট ৪৬ ম্যাচের সংবাদ এক সাথে

নিখোঁজ সালার খোঁজে এবার ভিন্ন উদ্যোগ

নিখোঁজ সালার খোঁজে এবার ভিন্ন উদ্যোগ

হতাশ ও বিধ্বস্ত মাহমুদউল্লাহ

হতাশ ও বিধ্বস্ত মাহমুদউল্লাহ

সাব্বিরকে নিয়ে মুখ খুললেন তামিম

সাব্বিরকে নিয়ে মুখ খুললেন তামিম