স্ট্যাম্পে বল লাগলেও আউট হননি জিয়াউল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:৫৫ পিএম, ০২ ফেব্রুয়ারি ২০১৯
স্ট্যাম্পে বল লাগলেও আউট হননি জিয়াউল

স্ট্যাম্পে বল লাগলেই উইকেট পড়ে যাবে, আউট হয়ে যাবেন ব্যাটসম্যান। এটাই ক্রিকটের চিরাচরিত নিয়ম। তবে টুর্নামেন্টের ষষ্ঠ আসরের ৪১ তম ম্যাচে রংপুর রাইডার্স- কুমিল্লা ভিক্টোরিয়ান্স সেয়ানে সেয়ানে লড়াইয়ের ম্যাচে অকল্পনীয় এক ব্যাপার ঘটেছে।

ম্যাচে মশরাফির রংপুর রাইডার্সে বিপক্ষে ইমরুল কায়েসের কুমিল্লা ভিক্টোরিয়ান্স টসে জিতে। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন কুমিল্লার অধিনায়ক ইমরুল। তবে শুরেুতেই কুমিল্লার নিয়মিত উইকেট পড়তে থাকে।

পেরেরা আউট হওয়ার পর ব্যাটিংয়ে আসেন জিয়াউল। ১১ তম ওভরে বল করতে আসেন ফরহাদ রেজা। স্টাইকে ছিলেন কুমিল্লার ব্যাটনম্যান জিয়াউল। রেজার দ্বিতীয় বলেই ঘটে সেই কল্পনীয় ব্যাপার। রেজার বলে ব্যাটসম্যান জিয়াউলের ব্যাটের কানায় লেগে বল স্ট্যাম্পে লাগে।

কিন্তু মজার ব্যাপর হলো, বলটি স্ট্যাম্পে লাগলেও বেলস পড়েনি । ফলে ক্রিটের নিয়ম অনুযায়ী ব্যাটসম্যান নট আউট। তবে এমন ঘটনা দেখে বোলার-ব্যাটসম্যানসহ সকলেই অবাক হয়ে যান। কারণ এমন ঘটনা ক্রিকেটে কমই দেখা গেছে।

তবে এই আউট না হওয়ার মাশুল দিতে হয় বোলার ফরহাদ রেজার। কারণ ব্যাটসম্যান জিয়াউল রেজার ওভারের তৃতীয় বলে চার ও চতুর্থ ছয় হাকান। অবশ্য পরের ওভারের রবি বোপারার বলে ২৫ বলে ২১ রান করে সাজঘরে ফিরেন জিয়াউল। 


শেয়ার করুন :


আরও পড়ুন

বিপিএল ২০১৯ : মোট ৪৬ ম্যাচের সংবাদ এক সাথে

বিপিএল ২০১৯ : মোট ৪৬ ম্যাচের সংবাদ এক সাথে

সেয়ানে সেয়ানে লড়াইয়ে কুমিল্লার টস জয়

সেয়ানে সেয়ানে লড়াইয়ে কুমিল্লার টস জয়

ঢাকার বাঁচা-মরার ম্যাচের সামনে খুলনা

ঢাকার বাঁচা-মরার ম্যাচের সামনে খুলনা

জয় দিয়ে বিপিএল শেষ করলো সিলেট

জয় দিয়ে বিপিএল শেষ করলো সিলেট