বিপিএল শেষ না করে ফিরলেন মোহাম্মদ শাহজাদ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:২৯ পিএম, ০৩ ফেব্রুয়ারি ২০১৯
বিপিএল শেষ না করে ফিরলেন মোহাম্মদ শাহজাদ

ফাইল ছবি

বিপিএল শেষ না করেই আফগানিস্তানে ফেরত গেলেন চিটাগং ভাইকিংসের উইকেট কিপার ব্যাটসম্যান মোহাম্মদ শাহজাদ। আয়ারল্যান্ডের বিপক্ষে আফগানিস্তানের পূর্ণাজ্ঞ সিরিজ থাকায় তাকে বিপিএল ছাড়তে হলো।

ব্যাট হাতে ভাইকিংসের হয়ে তেমন কার্যকরী ভূমিকা রাখতে দেখা যায়নি তাঁকে। তবে শুরু থেকে আক্রমণাত্মক ব্যাটিং করার মনোভাব নিয়ে মাঠে নামতেন এই ব্যাটসম্যান।

১৪৬.৭৩ স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন তিনি। ২৭০ রান সংগ্রহ করেছেন সর্বমোট। ৪৯ রানের ইনিংস ছিল তাঁর এই বিপিএলের ব্যক্তিগত সর্বোচ্চ।

২০১৬ সালে বিপিএলের চতুর্থ আসরে রংপুর রাইডার্সের হয়ে খেলেছিলেন আফগান এই ব্যাটসম্যান। ২০১৭ সালের বিপিএলের নিলামে নাম উঠেছিল এই ব্যাটসম্যানের। কিন্তু তাঁকে দলে নিতে কেউ সাড়া দেয়নি। এবার চিটাগং ভাইকিংসের হয়ে এক ম্যাচ বাদে সবগুলো ম্যাচই খেলেছেন শাহজাদ।

আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে আয়ারল্যান্ডের বিপক্ষে আফগানিস্তানের পূর্ণাজ্ঞ সিরিজ। যেখানে তিনটি টি-টুয়েন্টি, পাঁচটি ওয়ানডে এবং একটি টেস্ট ম্যাচ খেলবে দুই দল। জাতীয় দলের অনুশীলনে যোগ দিতে তাই দেশে ফিরে যেতে হয়েছে শাহজাদকে।


শেয়ার করুন :


আরও পড়ুন

কুমিল্লাকে হারিয়ে শীর্ষস্থানে রংপুর

কুমিল্লাকে হারিয়ে শীর্ষস্থানে রংপুর

খুলনার হার, রাজশাহীর স্বপ্ন ভেঙে প্লে-অফে ঢাকা

খুলনার হার, রাজশাহীর স্বপ্ন ভেঙে প্লে-অফে ঢাকা

বিপিএলের প্লে-অফে কে কার মুখোমুখি

বিপিএলের প্লে-অফে কে কার মুখোমুখি

স্ট্যাম্পে বল লাগলেও আউট হননি জিয়াউল

স্ট্যাম্পে বল লাগলেও আউট হননি জিয়াউল