শেষ হাসি হাসতে ঢাকার দরকার ২০০

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৩৫ পিএম, ০৮ ফেব্রুয়ারি ২০১৯
শেষ হাসি হাসতে ঢাকার দরকার  ২০০

ছবি : বিসিবি

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ষষ্ঠ আসরের মাহেন্দ্রক্ষণ ফাইনাল খেলায় ঢাকা ডায়নামাইসের বিপক্ষে ১৯৯ রান করেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। শিরোপা ঘরে তুলতে কুমিল্লার দরকার ১০ উইকেট এবং ঢাকার প্রয়োজন ২০০ রান।

বিপিএলের ৬ষ্ঠ আসরের ফাইনালে শুক্রবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় ঢাকা ডায়নামাইটস। ব্যাটিংয়ে নেমে ঝড়ের আভাস দিয়েছিলেন এভিন লুইস। তবে এক বাউন্ডারিতে ৬ রানেই তিনি রুবেল হোসেনের বলে এলবিডাব্লিউ হয়ে যান।

হাত খুলে খেলতে থাকেন অপর ওপেনার তামিম ইকবাল। এনামুল হক বিজয়কে নিয়ে গড়ে তোলেন ৮৯ রানের দারুণ জুটি। ৩০ বলে ২৪ রান করা এনামুল সাকিব আল হাসানের শিকার হন। উইকেটে এসেই রান-আউট হয়ে ফিরেন শামসুর (০)।

৩১ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন দেশসেরা ওপেনার। চতুর্থ বাংলাদেশি হিসেবে বিপিএলে নিজের প্রথম সেঞ্চুরি তুলে নিতে তামিম ইকবাল সময় নেন ৫০ বল। হাঁকান ৮টি চার এবং ৭টি ছক্কা। ইমরুল কায়েসের সঙ্গে গড়েন অবিচ্ছিন্ন ১০০ রানের জুটি। নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ১৯৯ রানের পাহাড় গড়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

তামিম ৬১ বলে ১০ চার ১১ ছক্কায় অপরাজিত থাকেন ১৪১ রানে। বিপিএলে এটাই কোনো বাংলাদেশি ব্যাটসম্যানের সর্বোচ্চ ইনিংস। ইমরুল খেলেন ২১ বলে ১৭ রানের ইনিংস


শেয়ার করুন :


আরও পড়ুন

বিপিএল ২০১৯ : মোট ৪৬ ম্যাচের সংবাদ এক সাথে

বিপিএল ২০১৯ : মোট ৪৬ ম্যাচের সংবাদ এক সাথে

বিপিএলের ফাইনালে তামিমের সেঞ্চুরি

বিপিএলের ফাইনালে তামিমের সেঞ্চুরি

মাহেন্দ্রক্ষণ ফাইনালে টসে ঢাকার জয়

মাহেন্দ্রক্ষণ ফাইনালে টসে ঢাকার জয়

ছবিতে বিপিএল ফাইনালের উৎস

ছবিতে বিপিএল ফাইনালের উৎস