বিপিএলের ষষ্ঠ আসরের কিছু পরিসংখ্যান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৩৩ পিএম, ০৯ ফেব্রুয়ারি ২০১৯
বিপিএলের ষষ্ঠ আসরের কিছু পরিসংখ্যান

ছবি : বিসিবি

শুক্রবার পর্দা নামলো বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ষষ্ঠ আসরের। টুর্নামেন্টের ফাইনালে ঢাকা ডায়নামাইটসকে ১৭ রানে হারিয়ে শিরোপা জিতেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এবারের আসরে ঘটে যাওয়া কিছু পরিসংখ্যান তুলে ধরা হলো।

সর্বোচ্চ দলীয় রান : রংপুর রাইডার্স- ২৩৯/৪, ২০ ওভার, বিপক্ষ- চিটাগং ভাইকিংস, ভেন্যু- চট্টগ্রাম।

বড় ব্যবধানে জয় (রানের হিসেবে) : ঢাকা ডায়নামাইটস ১০৫ রানে জয়ী, বিপক্ষ- খুলনা টাইটান্স, ভেন্যু- ঢাকা।

বড় ব্যবধানে জয় (উইকেট হিসেবে) : রংপুর রাইডার্স- ৯ উইকেটে (দু’বার), বিপক্ষ- কুমিল্লা ভিক্টোরিয়ান্স (দু’বারই), ভেন্যু- ঢাকা।

এক ইনিংসে সর্বোচ্চ অতিরিক্ত : খুলনা টাইটান্স- ২৪টি, বিপক্ষ- কুমিল্লা ভিক্টোরিয়ান্স, ভেন্যু- চট্টগ্রাম।

সবচেয়ে বেশি রান : রিলি রৌসু- ৫৫৮ (রংপুর রাইডার্স)।

এক ইনিংসে সর্বোচ্চ ব্যক্তিগত রান : তামিম ইকবাল- ১৪১* (কুমিল্লা ভিক্টোরিয়ান্স), বিপক্ষ- ঢাকা ডায়নামাইটস।

এবারের আসরে সবচেয়ে বেশি ছক্কা : নিকোলাস পুরান (সিলেট সিক্সার্স) ও আন্দ্রে রাসেল (ঢাকা ডায়নামাইটস)- ২৮টি করে।

এক ইনিংসে সবচেয়ে বেশি ছক্কা : তামিম ইকবাল- ১১টি (কুমিল্লা ভিক্টোরিয়ান্স), বিপক্ষ- ঢাকা ডায়নামাইটস।

এক ইনিংসে সবচেয়ে বেশি চার : তামিম ইকবাল- ১২টি (কুমিল্লা ভিক্টোরিয়ান্স), বিপক্ষ- খুলনা টাইটান্স।

সবচেয়ে বেশি উইকেট শিকার : সাকিব আল হাসান- ২৩টি (ঢাকা ডায়নামাইটস)।

এক ইনিংসে সেরা বোলিং ফিগার : কামরুল ইসলাম রাব্বি- ৩ ওভার ৪/১০ (রাজশাহী কিংস), বিপক্ষ- কুমিল্লা ভিক্টোরিয়ান্স, ভেন্যু- ঢাকা।

সবচেয়ে বেশি ডিসমিসাল : নুরুল হাসান- ১৯টি ((ঢাকা ডায়নামাইটস)।

জুটিতে সর্বোচ্চ রান : অ্যালেক্স হেলস ও এবি ডি ভিলিয়ার্স- তৃতীয় উইকেটে ১৮৪* (রংপুর রাইডার্স), বিপক্ষ- ঢাকা ডায়নামাইটস, ভেন্যু- চট্টগ্রাম।


শেয়ার করুন :


আরও পড়ুন

তামিম তাণ্ডবে কুমিল্লা চ্যাম্পিয়ন

তামিম তাণ্ডবে কুমিল্লা চ্যাম্পিয়ন

বিপিএলে টুর্নামেন্ট সেরা সাকিব

বিপিএলে টুর্নামেন্ট সেরা সাকিব

বিপিএলে চ্যাম্পিয়ন-রানার্সআপ দল কত টাকা পেলো?

বিপিএলে চ্যাম্পিয়ন-রানার্সআপ দল কত টাকা পেলো?

আফ্রিদিকে অর্থমন্ত্রীর জড়িয়ে ধরার ছবি ভাইরাল

আফ্রিদিকে অর্থমন্ত্রীর জড়িয়ে ধরার ছবি ভাইরাল