এর চেয়ে বড় পাপ আমার কাছে নেই : মুশফিক

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:১২ এএম, ১৯ জানুয়ারি ২০২০

অনেক জল্পনা-কল্পনা শেষে পাকিস্তান সফরে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। তবে পারিবারিক কারণে পাকিস্তান সফরে যাচ্ছে না বাংলাদেশের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। একই সঙ্গে বাংলাদেশের হয়ে না খেলাকে অপরাধ বা পাপও মনে করেন তিনি।

বিপিএল শেষে এক সংবাদ সম্মেলরে মুশফিক বলেন, ‘আমি ইতোমধ্যেই বলেছি, পাকিস্তান সফরে আমি যাব না। আমি অনেক আগেই এমন সিদ্বান্ত নিয়েছি এবং বোর্ডকে জানিয়েছি। এ জন্য বোর্ডের কাছে আমি চিঠিও দিয়েছি। আমার পরিবার পাকিস্তান সফর নিয়ে চিন্তিত, তারা আমাকে যেতে দিতে চায় না। আমার পরিবার ভয়ে শঙ্কিত, এমন মানসিকতা নিয়ে সেখানে গিয়ে আমি খেলতে পারি না।’

বাংলাদেশের হয়ে না খেলাটা অনেক বড় অপরাধ বলেও মনে করেন মুশফিক। বলেন, ‘বাংলাদেশের হয়ে না খেলতে পারাটা হতাশার। এর চেয়ে বড় পাপ আমার কাছে নেই।’

শুধুমাত্র জাতীয় দল থেকেই নয়, পাকিস্তান টি-টোয়েন্টি লিগ পিএসএলেও নিজের নাম দেননি মুশফিক। এ বিষয়ে বলেন, ‘পিএসএল পুরোটা পাকিস্তানে হবে জেনে আমি ওই লিগে আমার নাম দিইনি। পরিবার এটির সাথে একমত হতে পারেনি।’

বাংলাদেশের এবারের সফরে না গেলেও ভবিষ্যতে পাকিস্তান সফর করার ইচ্ছা পোষণ করেন মুশফিক। বলেন, ‘আমি একমত যে পাকিস্তানে পরিস্থিতি উন্নতি হয়েছে। যখন আমি দেখব অন্যান্য দল সেখানে যাচ্ছে, তখন আমি আত্মবিশ্বাসী হয়ে উঠব। আমি আগে পাকিস্তানে গিয়েছি, ক্রিকেট খেলার সেটি দারুণ জায়গা।’


শেয়ার করুন :


আরও পড়ুন

বঙ্গবন্ধু বিপিএল চ্যাম্পিয়ন রাজশাহী রয়্যালস

বঙ্গবন্ধু বিপিএল চ্যাম্পিয়ন রাজশাহী রয়্যালস

বঙ্গবন্ধু বিপিএলে সর্বোচ্চ উইকেট শিকারী চারজন

বঙ্গবন্ধু বিপিএলে সর্বোচ্চ উইকেট শিকারী চারজন

বঙ্গবন্ধু বিপিএলে ক্রিকইনফোর সেরা একাদশে ছয় বাংলাদেশি

বঙ্গবন্ধু বিপিএলে ক্রিকইনফোর সেরা একাদশে ছয় বাংলাদেশি

শান্ত-মেহেদির দৃষ্টি এখন জাতীয় দলে পাকাপোক্ত অবস্থান

শান্ত-মেহেদির দৃষ্টি এখন জাতীয় দলে পাকাপোক্ত অবস্থান