পাকিস্তান সিরিজ মিস করলেও আইপিএলে খেলবেন মার্শ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:৪৮ পিএম, ৩০ মার্চ ২০২২
পাকিস্তান সিরিজ মিস করলেও আইপিএলে খেলবেন মার্শ

পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে অনুশীলনে চোটে পড়েছিলেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার মিচেল মার্শ। শুরুতে প্রথম ওয়ানডের জন্য ছিটকে গেছেন ভাবা হলেও পরে জানা যায় পুরো সিরিজেই থাকছেন না তিনি। এরপরেই তাকে আইপিএলে পাওয়া নিয়ে তৈরি হয় শঙ্কা। সেই শঙ্কা কাটিয়ে আইপিএলে যোগ দিতে যাচ্ছেন মার্শ। বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডের আগের দিন লাহোরে অনুশীলনের সময় হাঁটুর ইনজুরিতে পড়েন মার্শ। সেই সময় জানা গিয়েছিল প্রাথমিকভাবে হয়তো প্রথম ওয়ানডেতে খেলতে পারবেন না তিনি। পরে অবশ্য পুরো সিরিজে না থাকার বিষয়টি নিশ্চিত করে দেওয়া হয়।

মিচেল মার্শের ইনজুরির খবরে আঁতকে উঠেছিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল দিল্লি ক্যাপিটালস। কারণ তাকে ঘিরেই শিরোপা জয়ের মিশন সাজিয়েছে দলটি।

বুধবার (৩০ মার্চ) সিএ’র এক বিবৃতিতে মিচেল মার্শ বলেন, ‘আমি সুস্থ হয়ে উঠার দিকে মনোযোগ দিচ্ছি। পাকিস্তানে খেলতে না পেরে যারপরনাই হতাশ আমি। পরের সিরিজে অস্ট্রেলিয়া দলে যোগ দিতে মরিয়া হয়ে আছি।’

এরপরেই দিল্লি ক্যাপিটালসের ফিজিও প্যাট্রিক ফারহার্ট জানান, ভারতে পৌঁছানোর পর বাধ্যতামূলক কোয়ারেন্টাইন শেষে রিহ্যাব সেশন করবেন মিচেল মার্শ। এ কারণে দিল্লির হয়ে পরবর্তী দুই ম্যাচে মাঠে নামতে পারবেন না তিনি।

আন্তর্জাতি বিভিন্ন সিরিজের কারণে বিদেশি ক্রিকেটার সংকটে আছে বিসিসিআই। আইপিএলের নিজেদের প্রথম ম্যাচে দলে থাকা মোট সাত বিদেশি ক্রিকেটারের মধ্যে দুইজনকে মাঠে নামাতে পেরেছিল ঋষভ পান্থের দল।

তবে আইপিএল শুরু পর এখন পর্যন্ত দিল্লির বেশিরভাগ বিদেশি ক্রিকেটার দলের সাথে যোগ দিয়েছেন। এখনও দলে যোগ দেননি অজি ওপেনার ডেভিড ওয়ার্নার। অজি স্পিন কিংবদন্তি শেন ওয়ার্নের শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে পাকিস্তান সফর শেষে দেশে ফিরেছেন তিনি। সেই অনুষ্ঠান শেষ করেই দিল্লি দলে যোগ দিবেন এই ক্রিকেটার।

এদিকে দুই মৌসুম পর আইপিএলে খেলবেন মিচেল মার্শ। ২০২০ মৌসুমে ইনজুরির কারণে খেলতে পারেননি তিনি। আর বায়ো-বাবল ফ্যাটিগের কারণে ২০২১ আইপিএল থেকে সরিয়ে নিয়েছিলেন এই অজি ক্রিকেটার। এবার যোগ দিবেন আইপিএলে।

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

মহারাষ্ট্র ‘চাইলেও’ আইপিএলে দর্শক বাড়াতে দ্বিধায় বিসিসিআই

মহারাষ্ট্র ‘চাইলেও’ আইপিএলে দর্শক বাড়াতে দ্বিধায় বিসিসিআই

দলের হারের দিনে উইলিয়ামসনের ‘সঙ্গী’ জরিমানা

দলের হারের দিনে উইলিয়ামসনের ‘সঙ্গী’ জরিমানা

পাঁচ বছরের জন্য আইপিএলের সম্প্রচার স্বত্ব ৬.৬১ বিলিয়ন ডলার!

পাঁচ বছরের জন্য আইপিএলের সম্প্রচার স্বত্ব ৬.৬১ বিলিয়ন ডলার!

আয়ুশ বাদোনি : আইপিএল অভিষেক হিরো 

আয়ুশ বাদোনি : আইপিএল অভিষেক হিরো