এক দলের বিপক্ষে তিন সেঞ্চুরির রেকর্ড গড়লেন লোকেশ রাহুল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৪৮ পিএম, ২৫ এপ্রিল ২০২২
এক দলের বিপক্ষে তিন সেঞ্চুরির রেকর্ড গড়লেন লোকেশ রাহুল

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৫তম আসরে নিজের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নিয়েছেন লক্ষ্মৌ সুপার জায়ান্টস অধিনায়ক লোকেশ রাহুল। মৌসুমের দুই সেঞ্চুরিই করেছেন মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে। আইপিএল ক্যারিয়ারে করা চার সেঞ্চুরির তিনটিই এই প্রতিপক্ষের বিপক্ষে। টি-টোয়েন্টি ক্রিকেটে নির্দিষ্ট কোনো প্রতিপক্ষের বিপক্ষে তিন সেঞ্চুরির রেকর্ড এটাই প্রথম।

রোববার (২৪ এপ্রিল) মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নামে লক্ষ্মৌ সুপার জায়ান্টস। ব্যাট হাতে শুরু থেকেই প্রতিপক্ষ বোলারদের উপর চড়াও হয়ে খেলতে শুরু করেন লোকেশ রাহুল।

দারুণ খেলতে থাকা রাহুল তুলে নেন আইপিএলের ১৫তম আসরে তার দ্বিতীয় সেঞ্চুরি। আর দুইটি সেঞ্চুরিই এসেছে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে। আর দুই ম্যাচেই ১০৩ রানে অপরাজিত ছিলেন এই ক্রিকেটার।

আইপিএলের একই আসরে একই দলের বিপক্ষে দুইটি শতক হাঁকানোর ঘটনা দ্বিতীয়বার ঘটলো। এর আগে ২০১৬ সালে গুজরাট লায়ন্সের বিপক্ষে দুইটি সেঞ্চুরি করেছিলেন বিরাট কোহলি।

নিজের আইপিএল ক্যারিয়ারে এখন পর্যন্ত চারটি সেঞ্চুরি করেছেন লোকেশ রাহুল। এর মধ্যে তিনটি সেঞ্চুরিই এসেছে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে। টি-টোয়েন্টি সংস্করণে নির্দিষ্ট কোনো দলের বিপক্ষে তিন সেঞ্চুরির রেকর্ড এটাই প্রথম। ২০২২ সালের আগে ২০১৯ মৌসুমে মুম্বাইয়ের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন তিনি। এছাড়াও ২০২০ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে একটি সেঞ্চুরি করেছিলেন রাহুল।

আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে সবচেয়ে বেশি পঞ্চাশোর্ধ ইনিংস খেলার রেকর্ডও নিজের করে নিয়েছেন লোকেশ রাহুল। মুম্বাইয়ের বিপক্ষে মোট আটটি পঞ্চাশোর্ধ ইনিংস খেলেছেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ সাতটি করে পঞ্চাশোর্ধ ইনিংস খেলেছেন সুরেশ রায়না এবং সাঞ্জু স্যামসন।

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

আইপিএল অর্থের কারণেই নষ্ট হয়েছে সাইমন্ডস-ক্লার্কের বন্ধুত্ব

আইপিএল অর্থের কারণেই নষ্ট হয়েছে সাইমন্ডস-ক্লার্কের বন্ধুত্ব

আম্পায়ারিং নিয়ে সমালোচনা, ওয়াটসন বললেন ‘মেনে নিতে হবে’

আম্পায়ারিং নিয়ে সমালোচনা, ওয়াটসন বললেন ‘মেনে নিতে হবে’

শচীনের রেকর্ড ভাঙার দ্বারপ্রান্তে ঋতুরাজ 

শচীনের রেকর্ড ভাঙার দ্বারপ্রান্তে ঋতুরাজ 

আইপিএলে এক দলের বিপক্ষেই ওয়ার্নারের হাজার রান

আইপিএলে এক দলের বিপক্ষেই ওয়ার্নারের হাজার রান