আইপিএলে বেয়ারস্ট্রোর ঝড়ো সেঞ্চুরি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:০৬ পিএম, ৩১ মার্চ ২০১৯
আইপিএলে বেয়ারস্ট্রোর ঝড়ো সেঞ্চুরি

ছবি: ক্রিকইনফো

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলমান ১২তম আসরে দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে সেঞ্চুরি করেন জনি বেয়ারস্ট্রো। সানরাইজার্স হায়দরাবাদের এই ওপেনার রোববার বেঙ্গালুরুর বিপক্ষে ৫২ বলে সেঞ্চুরি পূর্ণ করেন।

তার আগে চলতি আসরে রাজস্থান রয়েলসের তারকা ব্যাটসম্যান সাঞ্জু স্যামসন এই হায়দরাবাদের বিপক্ষেই প্রথম সেঞ্চুরি করেন। তার ইনিংসটি ৫৫ বলে ১০টি চার ও ৪টি ছক্কায় সাজানো।

রোববার হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করে হায়দরাবাদ।

বিরাট কোহলির নেতৃত্বাধীন রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ব্যাটিংয়ে নেমে ইনিংসের শুরু থেকেই তাণ্ডব চালান দুই ওপেনার বেয়ারস্ট্রো ও ডেভিড ওয়ার্নার। অস্ট্রেলিয়ান ওপেনার ওয়ার্নারকে সঙ্গে নিয়ে ইনিংসের শুরু থেকেই তাণ্ডব শুরু করেন ইংলিশ ওপেনার বেয়ারস্ট্রো।

এদিন ২৮ বলে ফিফটি পূর্ণ করা বেয়ারস্ট্রো সেঞ্চুরির জন্য একের পর এক বাউন্ডারি হাঁকাতে থাকেন। রয় বর্মনকে স্কয়ার লেগে ঠেলে দিয়ে ৫২ বলে পৌঁছে যান শতরানের ফিগারে।

তবে সেঞ্চুরি করার পর নিজের ইনিংসটা লম্বা করতে পারেননি বেয়ারস্ট্রো। যুজবেন্দ্র চাহালের বলে মিডউইকেটে উমেশ যাদবের হাতে ক্যাচ তুলে দিয় ফেরেন বেয়ারস্ট্রো। তার আগে ৫৬ বলে ১২ চার ও ৭টি দৃষ্টি নন্দন ছক্কায় করেন ১১৪ রান।

সাজঘরে ফেরার আগে ওয়ার্নারের সঙ্গে উদ্বোধনীতে আইপিএলের (১৮৫ রানের) রেকর্ড জুটি গড়েন জনি বেয়ারস্ট্রো।

এর আগে ২০১৭ সালের আসরে গুজরাট লায়নন্সের বিপক্ষে ১৮৪ রানের জুটি গড়েন কলকাতা নাইট রাইডার্সের দুই ওপেনার গৌতম গম্ভীর ও ক্রিস লিন।


শেয়ার করুন :


আরও পড়ুন

সুপার ওভারে খেলা নিয়ে কলকাতাকে হারালো দিল্লি

সুপার ওভারে খেলা নিয়ে কলকাতাকে হারালো দিল্লি

আইপিএলে রেকর্ড গড়লেন গেইল

আইপিএলে রেকর্ড গড়লেন গেইল

রোহিতের ১২ লাখ রুপি জরিমানা

রোহিতের ১২ লাখ রুপি জরিমানা

গ্রেফতার হলেন শ্রীলঙ্কান ক্রিকেটার

গ্রেফতার হলেন শ্রীলঙ্কান ক্রিকেটার