মুম্বাইয়ের কাছে হেরে শীর্ষস্থান হারালো ধোনির চেন্নাই

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৪৬ এএম, ০৪ এপ্রিল ২০১৯
মুম্বাইয়ের কাছে হেরে শীর্ষস্থান হারালো ধোনির চেন্নাই

ছবি : বিসিসিআই

আইপিএলের চলমান আসরের ১৫তম ও নিজেদের ৪র্থ ম্যাচে এসে প্রথম হারের স্বাদ পেল গতবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস। মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে ৩৭ রানের হেরে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান হারিয়েছে ধোনির চেন্নাই।

বুধবার (৩ এপ্রিল) ওয়ানখেড়ে স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় চেন্নাই। ফলে প্রথমে ব্যাট করতে নেয়ে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭০ রান সংগ্রহ করে মুম্বাই ইন্ডিয়ান্স। জবাবে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৩ রান সংগ্রহ করে ধোনির চেন্নাই সুপার কিংস।

প্রথমে ব্যাট করতে নেমে মুম্বাই ইন্ডিয়ান্সের ওপেনার কুইন্টন ডি কক ৭ বলে ৪ রান করে ফিরে গেলেও তিন নম্বরে নামা সুরাইয়া কুমার যাদব আরেক ওপেনার ও অধিনায়ক রোহিত শার্মার সঙ্গে ব্যাট চালাতে থাকেন। রোহিত ১৩ বলে ১৭ রান করে ফিরে গেলেও যাদব তুলে নেন অর্ধশত। শেষ পর্যন্ত তিনি ৪৩ বল মোকাবেলা করে ৫৯ রান সংগ্রহ করেন।

দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ রান করেন হার্দিক পান্ডিয়া। তিনি করেন ৩২ বলে ৪২ রান। এছাড়া অপরজিত দুই ব্যাটসম্যান পান্ডিয়ার ৮ বলে ২৫ এবং কায়রন পোলার্ডের ৭ বলে ১৭ রানের ঝড়ো ইনিংসে ১৭০ রানের সংগ্রহ দাঁড় করায় মুম্বাই।

১৭১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে ১৩৩ রান সংগ্রহ করে ধোনির চেন্নাই সুপার কিংস। দলের পক্ষে সর্বোচ্চ রান করে যাদব, ৫৪ বলে ৫৮ রান। এছাড়া আর কেউ ব্যাট হাতে মুম্বাই বোলারদের সামনে দাঁড়াতে পারেনি। দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ১৬ রান করেছেন সুরেশ রায়না।

এদিকে এ হারের ফলে ৪ ম্যাচে তিন জয় ও এক হারে শীর্ষস্থান হারিয়েছে ধোনির চেন্নাই। চেন্নাইয়েয়ে বর্তমান পয়েন্ট ৬ (রান রেট -০.০৮৪)। অনদিকে সমান সংখ্যক ম্যাচ (চার ম্যাচ) খেলা ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে রান রেটে (রান রেট ০.১৬৪) এগিয়ে থেকে শীর্ষ স্থান দখল করেছে কিংস ইলেভেন পাঞ্জাব।

আর রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ান্স ৪ ম্যাচে দুই জয় নিয়ে পয়েন্ট টেবিলের ৬ নম্বরে ওঠে এসেছে।


শেয়ার করুন :


আরও পড়ুন

টানা চার হার কোহলির ব্যাঙ্গালুরুর

টানা চার হার কোহলির ব্যাঙ্গালুরুর

এবার রাহানেকে ১২ লাখ রুপি জরিমানা

এবার রাহানেকে ১২ লাখ রুপি জরিমানা

সাকিবহীন ম্যাচে হায়দরাবাদের বড় ব্যবধানে জয়

সাকিবহীন ম্যাচে হায়দরাবাদের বড় ব্যবধানে জয়

সুপার ওভারে খেলা নিয়ে কলকাতাকে হারালো দিল্লি

সুপার ওভারে খেলা নিয়ে কলকাতাকে হারালো দিল্লি