রেকর্ড গড়া জোসেফের আইপিএল শেষ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:২৫ পিএম, ১৫ এপ্রিল ২০১৯
রেকর্ড গড়া জোসেফের আইপিএল শেষ

ছবি : বিসিসিআই

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) অভিষেক ম্যাচের প্রথম বলেই নিয়েছিলেন উইকেট। শুধু তাই নয়, অভিষেক ম্যাচেই তুলে নিয়েছিলেন ৬টি উইকেট। আইপিএলে ১১ বছরের রেকর্ড ভেঙে নতুন রেকর্ড করেছিলেন মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে খেলা ক্যারিবীয় তারকা আলঝারি জোসেফ।

এমন রেকর্ড গড়া ক্যারিবীয় তারকা বোলার আলঝারি জোসেফের আর খেলা হচ্ছে না চলমান আইপিএলের কোন ম্যাচ। ফলে ২২ বছর বয়সী জোসেফকে ফিরে যেতে হচ্ছে দেশে। এর মূল কারণ, ইনজুরি।

ইনজুরির কাছে পরাজিত হয়ে আইপিএলে তাকে থেমে যেদে হচ্ছে মাত্র তিন ম্যাচ খেলেই। ডান কাঁধের সংযোগস্থানে সমস্যা হওয়ার কারণে আইপিএলের বাকি অংশে আর দেখা যাবে না তাকে।

শনিবার (১৩ এপ্রিল) রাজস্থান রয়্যালসের বিপক্ষে ম্যাচে ফিল্ডিংয়ের সময় ডান হাতের কাঁধে ব্যথা পান জোসেফ। পরে পর্যবেক্ষণ করে জানা যায় কাঁধের সংযোগস্থল সরে গেছে তার। যার ফলে চলতি আইপিএলে তার খেলার সম্ভাবনা শূন্য।

মুম্বাই স্কোয়াডে জোসেফ সুযোগ পেয়েছিলেন নিউজিল্যান্ডের গতিতারকা অ্যাডাম মিলনের ইনজুরির কারণে। নিলামের সময় ৭৫ লাখ রুপিতে মিলনেকে কিনেছিল মুম্বাই। নিয়মানুযায়ী পরিবর্তিত খেলোয়াড় জোসেফকেও সমান মূল্যই দেয়ার কথা।

মিলনের জায়গায় সুযোগ পেয়ে গত সপ্তাহের শনিবার সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে মাত্র ১২ রানে ৬ উইকেট নেন জোসেফ। গড়েন আইপিএলের ইতিহাসে সেরা বোলিংয়ের রেকর্ড। তবে পরের দুই ম্যাচ ভালো যায়নি তার। কিংস এলেভেন পাঞ্জাবের বিপক্ষে ২ ওভারে ২২ এবং রাজস্থান রয়্যালসের বিপক্ষে ৩ ওভারে ৫৩ রান দিয়েছেন তিনি।

তিন ম্যাচের মধ্যে দুই ম্যাচেই উইকেটশূন্য থাকা জোসেফের ঝুলিতে রয়েছে সেই প্রথম ম্যাচেই পাওয়া ৬টি উইকেট।


শেয়ার করুন :


আরও পড়ুন

ক্যারিবীয় তরুণের বোলিং তোপে লণ্ডভণ্ড হায়দরাবাদ

ক্যারিবীয় তরুণের বোলিং তোপে লণ্ডভণ্ড হায়দরাবাদ

শুধু উইকেট বা জয় নয়, আসল লক্ষ্য জানালেন রেকর্ড গড়া জোসেফ

শুধু উইকেট বা জয় নয়, আসল লক্ষ্য জানালেন রেকর্ড গড়া জোসেফ

মুম্বাইয়ের ডাবল সেঞ্চুরির বিশ্ব রেকর্ড

মুম্বাইয়ের ডাবল সেঞ্চুরির বিশ্ব রেকর্ড

পোলার্ডের তাণ্ডবে মুম্বাইয়ের নাটকীয় জয়

পোলার্ডের তাণ্ডবে মুম্বাইয়ের নাটকীয় জয়