পাঞ্জাবকে হারিয়ে দিল কোহলির বেঙ্গলুরু

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৪৫ এএম, ২৫ এপ্রিল ২০১৯
পাঞ্জাবকে হারিয়ে দিল কোহলির বেঙ্গলুরু

ছবি : বিসিসিআই

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) কিংস ইলেভেন পাঞ্জাবকে ১৭ রানে হারিয়ে দিয়েছে বিরাট কোহলির রয়েল চ্যালেঞ্জার বেঙ্গালুরু। এ জয়ে ১১ ম্যাচে চতুর্থ জয়ের দেখা পেল কোহলিরা।

এম চিন্নাসামী স্টেডিয়ামে বুধবার (২৪ এপ্রিল) আইপিএলের ৪২তম ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় কিংস ইলেভেন পাঞ্জাব। ফলে ব্যাট হাতে ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২০২ রান সংগ্রহ করে বেঙ্গালুরু। জবাবে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ১৮৫ রানের থেকে যায় পাঞ্জাবের ইনিংস।

প্রথমে ব্যাট করতে নেমে অপরাজিত থেকে ৪৪ বলে ৮২ রানের ইনিংস খেলেন বেঙ্গালুরুর এবি ডি ভিলিয়ার্স। দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ রান করেন মার্কোস স্টোইনিস। অপরাজিত থেকে তিনি করেন ৩৪ বলে ৪৬ রান।

কিংস ইলেভেন পাঞ্জাবের পক্ষে শামি, মুরুগান, রবিচন্দ্র অশ্বিন ও হারদাস ভিলজোয়েন একটি করে উইকেট নেন।

২০৩ রানের লক্ষ্যে খেলতে নেমে ওপেনার ক্রিস গেইলের ব্যাটে দারুণ শুরু করে পাঞ্জাব। তবে ক্রিজে বেশিক্ষণ থাকতে পারেননি এ ক্যারিবিয়ান তারকা।

১০ বলে ৪ বাউন্ডারি আর ১ ছক্কায় ২৩ রান করে ফিরে যান। একই ধারাবাহিকতা ব্যাট করে যান লোকেশ রাহুল ও মায়ঙ্ক আগারওয়াল। তবে ২১ বলে ৩৫ রান করে আগারওয়াল আউট হয়ে যাওয়ার পর দলের হাল ধরেন লোকেশ। শেষ পর্যন্ত ২৭ বলে ৪২ রান করে তিনিও আউট হন।

পরে ডেভিড মিলার (২৪) ও নিকোলাস পুরান (৪৬) দলকে জয়ের বন্দরে নিয়ে যাওয়ার চেষ্টা করেও আর পারেননি। ২০ ওভারে ১৮৫ রান নিয়ে থেমে যায় কিংস ইলেভেন পাঞ্জাব।

বেঙ্গালুরুর জয়ে বল হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ভারতীয় পেসার উমেশ যাদব। ৩৬ রান দিয়ে ৩ উইকেট নেন তিনি। অন্যদিকে নভদীপ সাইনি ৩৩ রান দিয়ে ২ উইকেট সংগ্রহ করেন।

ম্যাচ সেরা হয়েছেন ৪৪ বলে ৮২ রানের ইনিংস খেলা বেঙ্গালুরুর এবি ডি ভিলিয়ার্স।


শেয়ার করুন :


আরও পড়ুন

বিশ্বকাপের আমেজে বিদেশি তারকা শূন্য হচ্ছে আইপিএল

বিশ্বকাপের আমেজে বিদেশি তারকা শূন্য হচ্ছে আইপিএল

বাংলাদেশ বিশ্বকাপ দলে নেই তাসকিন, চমক রাহি-সৈকত

বাংলাদেশ বিশ্বকাপ দলে নেই তাসকিন, চমক রাহি-সৈকত

১১ বছর পর আবারও দাপট দেখালেন টাইগার উডস

১১ বছর পর আবারও দাপট দেখালেন টাইগার উডস

আইপিএলে জঙ্গি হামলার আশঙ্কা গুজব: মুম্বাই পুলিশ

আইপিএলে জঙ্গি হামলার আশঙ্কা গুজব: মুম্বাই পুলিশ