আইপিএল ছাড়ছেন ওয়ার্নার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:৩৯ পিএম, ৩০ এপ্রিল ২০১৯
আইপিএল ছাড়ছেন ওয়ার্নার

এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরেছিলেন ক্রিকেটে। ফলে আইপিএলে খেলতে নামাটা চ্যালেঞ্জিং ছিল তার জন্য। পাশাপাশি জাতীয় দলে ফেরার তাড়না তো ছিলই। সেসব চ্যালেঞ্জ দারুণভাবে উতরে গেছেন ডেভিড ওয়ার্নার। সানরাইজার্স হায়দরাবাদের হয়ে ১২ ইনিংসে ব্যাট করে ১ সেঞ্চুরি ও ৮ হাফসেঞ্চুরিতে ৬৯.২০ গড়ে করেছেন ৬৯২ রান। স্ট্রাইক রেটটাও দুর্দান্ত, দেড়শর কাছাকাছি।

এবারের আইপিএলে এখন পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রাহক ওয়ার্নারই। তার ধারেকাছেও কেউ নেই। নিকটতম সংগ্রাহক লোকেশ রাহুল ১৭২ রানে পিছিয়ে। এমতাবস্থায় ভারতীয় লিগ ছেড়ে অস্ট্রেলিয়া ফিরতে হচ্ছে ডেভিডকে। কারণ একটাই- বিশ্বকাপের জন্য জাতীয় দলের প্রস্তুতি ক্যাম্পে যোগ দেয়া।

তবে দুর্দান্ত ছন্দে থেকে পুরো টুর্নামেন্ট শেষ করতে না পারায় খানিক হতাশ ওয়ার্নার। তবু দেশের ডাক বলে কথা। তাই ফিরে যেতেই হচ্ছে। এর আগে হায়দরাবাদ সতীর্থ, ভক্ত-সমর্থকদের জন্য আবেগঘন বার্তা দিয়েছেন তিনি।

সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে ওয়ার্নার লিখেছেন- হায়দরাবাদ পরিবারের কাছ থেকে আমি যে সমর্থন ও সহায়তা পেয়েছি, এর বিপরীতে কৃতজ্ঞতা জানানোর মতো ভাষা আমার জানা নেই। শুধু এ মৌসুম নয়, গেল আসরেও একই রকম সমর্থন পেয়েছি। দলের সঙ্গে যোগ দেয়ার অপেক্ষাটা অনেক দীর্ঘ ছিল, খুব করে চাচ্ছিলাম সবার সঙ্গে খেলতে।

অজি ওপেনার আরও লেখেন, আমাকে প্রাণ খুলে স্বাগত জানানোয় দলের মালিক, সাপোর্ট স্টাফ, খেলোয়াড়, সোশ্যাল মিডিয়া টিম এবং সমর্থকদের মন থেকে ধন্যবাদ। দলে যোগ দেয়ার পথে মাঠে ব্যাট ঘোরানো পর্যন্ত- প্রত্যেকটা মুহূর্ত উপভোগ করেছি আমি। টুর্নামেন্টের বাকি সময়ের জন্য দলের সবাইকে শুভকামনা- সেরা হয়েই শেষ করো তোমরা।


শেয়ার করুন :


আরও পড়ুন

ওয়ার্নারের ব্যাটিং ঝড়ে হায়দরাবাদের জয়

ওয়ার্নারের ব্যাটিং ঝড়ে হায়দরাবাদের জয়

সমালোচনার মুখে পরিবর্তন আসছে মাশরাফিদের বিশ্বকাপ জার্সি

সমালোচনার মুখে পরিবর্তন আসছে মাশরাফিদের বিশ্বকাপ জার্সি

বিশ্বকাপে সুজন, ত্রিদেশীয়তে নান্নু

বিশ্বকাপে সুজন, ত্রিদেশীয়তে নান্নু

নিষিদ্ধের পর এবার বিশ্বকাপ থেকে বাদ হেলস

নিষিদ্ধের পর এবার বিশ্বকাপ থেকে বাদ হেলস