কোহলি ভুল করায় ক্ষোভে দরজা ভাঙেন আম্পায়ার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:৫০ পিএম, ০৭ মে ২০১৯
কোহলি ভুল করায় ক্ষোভে দরজা ভাঙেন আম্পায়ার

সানরাইজার্স হায়দবারাদের বিপক্ষে ৪ মে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর ম্যাচে একটা ভুল করে বসেন অভিজ্ঞ আম্পায়ার নিগল লং। সেই ক্ষোভে আম্পায়ারস কক্ষে গিয়ে দরজা ভেঙেছেন ইংল্যান্ড আম্পায়ার। পরে অবশ্য দরজা মেরামতের অর্থ তিনিই দিয়েছেন।

ব্যাঙ্গালুরুর মাঠ এম চিন্নেশ্বরী স্টেডিয়ামে প্রথম ইনিংসে হায়দরাবাদ কোহলির দল ব্যাঙ্গালুরু বিপক্ষ ব্যাট করে। ওই ইনিংসের শেষ ওভারে ব্যাঙ্গালুরু পেসার উমেশ যাদবের একটি বল নো ডাবেন লং। কিন্তু বলটি নো ছিল না। টিভি রিপ্লেতে দেখা গেছে বলটি সঠিক ডেলিভারি। এ নিয়ে কোহলি এবং যাদব কোচের সঙ্গে বেশ কিছু সময় কথা বলেন। কিন্তু লং তার সিদ্ধান্তে ছিলেন অনড়।

ওই বল থেকে হায়দরাবাদ পেয়ে যায় পাঁচ রান। নো বল থেকে এক রানের পাশাপাশি একটি চার খান উমেশ যাদব। সেই রাগে আম্পায়ারসদের ড্রেসিং রুমে গিয়ে দরজায় আঘাত করেন লং। এতে ক্ষতিগ্রস্ত হয় দরজা। বিষয়টি আইপিএলের প্রশাসকদের জানানো হয়েছে।

এ নিয়ে কর্ণটক ক্রিকেট অ্যাসোসিয়েশনের সেক্রেটারি শুধাংকর রাও বলেন, 'তিনি নো বল নিয়ে মাঠে একটি ভুল সিদ্ধান্ত দেন। এ নিয়ে কোহলি-উমেশ তার সঙ্গে কথা বলেন। হতে পারে, বিষয়টি নিয়ে তিনি হতাশ ছিলেন। সেই হতাশা থেকে আম্পায়ারদের কক্ষে এসে দরজায় আঘাত করেন লং। ভাগ্য ভালো যে, দরজার কাঁচ ভাঙেনি।'


শেয়ার করুন :


আরও পড়ুন

এডজাস্টের সুযোগ নেই, মানসিকভাবে শক্ত হতে হবে : মাশরাফি

এডজাস্টের সুযোগ নেই, মানসিকভাবে শক্ত হতে হবে : মাশরাফি

ঠান্ডা আর ওয়েস্ট ইন্ডিজ মোকাবেলায় প্রস্তুত বাংলাদেশ

ঠান্ডা আর ওয়েস্ট ইন্ডিজ মোকাবেলায় প্রস্তুত বাংলাদেশ

বিশ্বকাপে সহ-অধিনায়কের দায়িত্ব পেলেন গেইল

বিশ্বকাপে সহ-অধিনায়কের দায়িত্ব পেলেন গেইল

খেলার দিন রোজা রাখা নিয়ে যা জানালেন মাশরাফি

খেলার দিন রোজা রাখা নিয়ে যা জানালেন মাশরাফি