চেন্নাই-মুম্বই দিয়ে শুরু হবে এবারের আইপিএল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৪০ এএম, ১৫ ফেব্রুয়ারি ২০১৮
চেন্নাই-মুম্বই দিয়ে শুরু হবে এবারের আইপিএল

২০১৮ সালের খেলোয়াড় নিলাম শেষ হয়েছে বেম কয়েকদিন দল। এবার সম্পূর্ণ ফিক্সচার ঘোষণা করলো আইপিএল কমিটি।

১১তম আইপিএণের গতবারের চ্যাম্পিয়ন তাদের ঘরের মাঠে খেলবে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে। মুম্বইয়ের ওয়াংখেড়েতেই শুরু হবে এবারের আইপিএল। শেষও সেখানেই। আগামী ৭ এপ্রিল (শনিবার) শুরু হয়ে টুর্নামেন্ট। আর শেষ হবে ২৭ মে সেই ওয়াংখেড়েতেই।

কলকাতা নাইট রাইডার্স প্রথম ম্যাচ খেলবে ৮ এপ্রিল বেঙ্গালুরুর বিরুদ্ধে ঘরের মাঠে। ৫১ দিনের এই টি-টোয়েন্টি টুর্নামেন্ট ঘিরে উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে প্লেয়ার নিলামের আগে থেকেই। এর মধ্যে আইপিএরের দু’বছর নির্বাসিত থাকার পর ফিরেছে দুই দল রাজস্থান ও চেন্নাই।

এ অবস্থায় তাদের ঘিরেও প্রত্যাশা কম নয়। আইপিএল-এর প্রথম ম্যাচই গতবারের চ্যাম্পিয়নদের বিরুদ্ধে খেলতে নামবে ধোরিন চেন্নাই।

চেন্নাইয় তাদের হোম ম্যাচ খেলবে চিদাম্বরম স্টেডিয়ামে। রাজস্থান খেলবে জয়পুরের সোয়াই মানসিংহ স্টেডিয়ামে। কিমস একাদশ পঞ্জাব তাদের তিনটি হোম ম্যাচ খেলবে ইনদৌরে। আর চারটি ম্যাচ খেলবে মোহালিতে। এ টুর্নামেন্টের ১২টি ম্যাচ খেলা হবে বিকেল চারটায়। বাকি ৪৮টি ম্যাচ হবে রাত ৮টায়।

উল্লেখ্য, এবারের আইপিএল আসরে নতুন দল পেয়েছেন সাকিব আল হাসান। গত সাত বছর ধরে কলকাতায় খেলা সাকিবকে এবার নিলামের মাধ্যমে ২ কোটি রুপি দিয়ে দলে নিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। অন্যদিকে, গত দুই আসরে সানরাইজার্স হায়দরাবাদে খেলা কাটার মাস্টার মোস্তাফিজকে ২ কোটি ২০ লাখ রুপি দিয়ে কিনে নিয়েছে মুম্বাই কর্তৃপক্ষ।


শেয়ার করুন :


আরও পড়ুন

পাঞ্জাবের নেতৃত্ব কার হাতে দিবে প্রীতি?

পাঞ্জাবের নেতৃত্ব কার হাতে দিবে প্রীতি?

মুম্বাই ইন্ডিয়ান্সে ফিরলেন মালিঙ্গা

মুম্বাই ইন্ডিয়ান্সে ফিরলেন মালিঙ্গা

আইপিএল নিলাম শেষে কে কোন দলে

আইপিএল নিলাম শেষে কে কোন দলে

২ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজকে কিনলো মুম্বাই

২ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজকে কিনলো মুম্বাই