তৃতীয় বিয়ে করলেন ইমরান খান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৫০ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০১৮
তৃতীয় বিয়ে করলেন ইমরান খান

‘প্লেবয়’ খ্যাত পাকিস্তানের সাবেক ক্রিকেট তারকা ও দেশটির বিরোধী দল তেহরিক-ই-ইনসাফ পার্টির (পিটিআই) প্রধান ইমরান খান তৃতীয়বারের মতো বিয়ে করলেন। তার তৃতীয় স্ত্রীর নাম বুশরা মানেকা। তিনি একটি পীর পরিবারের মেয়ে।

পিটিআই-এর পক্ষ থেকে বিয়ের খবরের সত্যতা নিশ্চিত করা হয়েছে। দলটির মুখপাত্র ফাওয়াদ চৌধুরী বলেছেন, গতকাল (রোববার) লাহোরে বুশরার ভাইয়ের বাসায় এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এ বিয়ে সম্পন্ন হয়েছে।

তেহরিক-ই-ইনসাফ পার্টির (পিটিআই) ভেরিফায়েট ফেসবুক পেইজেও বিবাহ অনুষ্ঠানের ছবি দিয়ে তাদের নতুন জীবনের শুভ কামনা জানানো হয়েছে।
Imran Khan

জানা গেছে, কনের মা, ভাইবোন ও বন্ধুরা বিয়ের অনুষ্ঠানে ছিলেন। তবে ইমরানের বোনেরা ছিলেন না। বিয়ে পড়ান মুফতি সাঈদ। ইমরানের নবপরিণীতা স্ত্রী বুশরার বয়স এখন চল্লিশের ঘরে। ওয়াত্তু গোত্রের এ নারীর আগেও বিয়ে হয়েছিল। সেই স্বামীর নাম খাওয়ার ফরিদ মানেকা। সম্প্রতি বুশরার সঙ্গে খাওয়ার ফরিদের বিবাহবিচ্ছেদ হয়।

ক্রিকেটার থেকে রাজনীতিবিদ বনে যাওয়া ইমরানের প্রথম স্ত্রী জেমাইমরা গোল্ডস্মিথ। ব্রিটিশ ধনকুবের পরিবারের জেমাইমার সঙ্গে ইমরানের বিয়ে হয় ১৯৯৫ সালে। ২০০৪ সালে তাদের বিচ্ছেদ হয়। এরপর ইমরান ২০১৫ সালে রিহাম খানের সঙ্গে দ্বিতীয় বিয়ে বন্ধনের আবদ্ধ হন। সেটিও টিকেছিল মাত্র ১০ মাস। এবার তৃতীয়বারের মতো আবারও বর সাজলেন তিনি।


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

প্রিয়ার চোখের ইশারায় ঘায়েল লুঙ্গি

প্রিয়ার চোখের ইশারায় ঘায়েল লুঙ্গি

তামিমের ক্ষুদেভক্ত তামিমের কাণ্ড

তামিমের ক্ষুদেভক্ত তামিমের কাণ্ড

তৃতীয় লিঙ্গের জন্য ক্রীড়াঙ্গন খুলছে অস্ট্রেলিয়া

তৃতীয় লিঙ্গের জন্য ক্রীড়াঙ্গন খুলছে অস্ট্রেলিয়া

গ্রামীণ ঐতিহ্যের ইচিং বিচিং খেলা

গ্রামীণ ঐতিহ্যের ইচিং বিচিং খেলা