নিগার সুলতানার অপরাজিত সেঞ্চুরি, বাংলাদেশের টানা জয়

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:৩৫ এএম, ০৭ এপ্রিল ২০২১
নিগার সুলতানার অপরাজিত সেঞ্চুরি, বাংলাদেশের টানা জয়

মাঠের নেতৃত্ব দেওয়ার পাশাপশি ব্যাট হাতেও নেতার মতোই খেললেন বাংলাদেশ নারী ইমার্জিং দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। ব্যাট হাতে অপরাজিত সেঞ্চুরি হাঁকিয়েছে দক্ষিণ আফ্রিকা নারী ইমার্জিং দলের বিপক্ষে দলকে উপহার দিয়েছেন ৭ উইকেটের জয়। নিগার ১০১ রানে অপরাজিত ছিলেন।

মঙ্গলবার (৬ এপ্রিল) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকার মেয়েরা। প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ১৯৬ রান সংগ্রহ করে তারা।

১৯৭ রানের লক্ষ্য ব্যাট করতে নেমে নিগার সুলতানার অপরাজিত সেঞ্চুরিতে ৪৫.৩ ওভারে ৩ উইকেটেই জয় নেয় বাংলাদেশ ইমার্জিং দল। এ জয়ে পাঁচ ম্যাচ সিরিজে ২-০তে এগিয়ে গেল বাংলাদেশের মেয়েরা।

জয়ের লক্ষ্যে ব্যাট তিন নম্বর পজিশনে ব্যাট করতে নেমে সেঞ্চুরি হাঁকান নিগার সুলতারা জ্যোতি। ১৩৫ বলে ১০১ রানের ইনিংসে ১১টি চারের মার মারেন তিনি।
sportsmail24
নিগার সুলতানা ছাড়া রুমানা আহমেদ দুর্দান্ত ব্যাট করেন। মাত্র ৪ রানের জন্য হাফ-সেঞ্চুরির দেখা পাননি তিনি।৬৯ বলে অপরাজিত ৪৬ রানে চারটি চারের মার তিনি।

নিগার ও রুমানা চতুর্থ উইকেট জুটিতে আসে অবিচ্ছিন্ন ১১৬ রান। মূলত এ জুটিতেই সহজে জয় তুলে নেয় বাংলাদেশ।

এছাড়া, ওপেনার মুর্শিদা খাতুন হ্যাপি ২১, ফারজানা হক পিংকি ১৫ এবং ৭ রান করেন আরেক ওপেনার শামীমা সুলতানা। ৮১ রানে ৩ উইকেট হারানোর পর বাকি কাজটুকু সারেন নিগার সুলতানা ও রুমানা আহমেদ।

এর আগে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকার এন্ড্রি স্টেইনও ছুটছিলেন সেঞ্চুরির পথে। তবে নিজের দশম ওভারে বল করতে এসে এন্ড্রিকে এলবিডব্লিউ করে সাজঘরে ফেরান সালমা খাতুন। ১১৮ বলে ৭টি চারের মারে ৮০ রান করেন তিনি।
sportsmail24
এছাড়া শুরুটাও দারুণ করেছিণ দক্ষিণ আফ্রিকার মেয়েরা। স্টেইন ও রবি শার্লি ওপেনিং জুটিতে যোগ করেন ৫৭ রান। রিতু মনির বলে উইকেটরক্ষক শামীমা সুলতানার হাতে ক্যাচ দিয়ে ব্যক্তিগত ১৯ রানে সাজঘরে ফেরেন শার্লি।

এরপর দ্রুত আরও দুটি উইকেট হারায় তারা। ৬৮ রানে ৩ উইকেট হারিয়ে বসে সফরকারীরা। অবশ্য অ্যানেকে বোশ ছাড়া বাকি আর কেউ ব্যাট হাতে দাঁড়াতে পারেননি। ব্যাট হাতে ৪২ রানের ইনিংস খেলেন তিনি।

বাংলাদেশের পক্ষে বল হাতে নাদিয়া আক্তার ও রিতু মনি ৩টি করে উইকেট শিকার করেন। বাকি একটি উউকেট নেন সালমা খাতুন। ম্যাচ সেরা হয়েছেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

জয়ে শুরু বাংলাদেশ নারী ইমার্জিং দলের

জয়ে শুরু বাংলাদেশ নারী ইমার্জিং দলের

টেস্ট মর্যাদা পেল বাংলাদেশের নারীরা

টেস্ট মর্যাদা পেল বাংলাদেশের নারীরা

বাংলাদেশ ইমার্জিং নারী দল ঘোষণা, নেতৃত্বে জ্যোতি

বাংলাদেশ ইমার্জিং নারী দল ঘোষণা, নেতৃত্বে জ্যোতি

বাংলাদেশ গেমসে শিরোপা জিতলেন সালমারা

বাংলাদেশ গেমসে শিরোপা জিতলেন সালমারা