নতুন দুই মুখ নিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শ্রীলঙ্কার দল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৫৮ এএম, ৩১ আগস্ট ২০২১
নতুন দুই মুখ নিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শ্রীলঙ্কার দল

ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। নতুন দুই মুখের পাশাপাশি লঙ্কান স্কোয়াডে ফিরেছেন অভিজ্ঞ দীনেশ চান্দিমাল।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রস্তুতির আগ মুহূর্তের করোনা পজিটিভ হন সাবেক লঙ্কান কাপ্তান কুশল পেরেরা। এরপর থেকে আইসোলেশনে আছেন তিনি। তাকেও প্রোটিয়াদের বিপক্ষে সিরিজের দলে রেখেছে এসএলসি।

সর্বশেষ চলতি বছরের এপ্রিলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দলে ছিলেন দীনেশ চান্দিমাল। বোর্ডের সাথে কেন্দ্রীয় চুক্তিজনিত সমস্যার কারণে দলে জায়গা পাননি তিনি।

ওয়েস্ট ইন্ডিজের সিরিজের পর বাংলাদেশ, ইংল্যান্ড ও ভারতের বিপক্ষে সিরিজের জায়গা পাননি দীনেশ চান্দিমাল। বাংলাদেশের বিপক্ষে সিরিজ দিয়ে তারুণ্য নির্ভর দল গঠনে কাজ করেছে শ্রীলঙ্কা।

২২ সদস্যের স্কোয়াডে প্রথমবারের মতো জায়গা পেয়েছেন মহেশ থীক্ষাণা এবং পুলিনা থারাঙ্গা। তবে প্রথমবারের মতো জায়গা না পেলেও অভিষেকের অপেক্ষায় আছেন লাহিরু মাদুশাঙ্কা।

প্রোটিয়াদের বিপক্ষে সিরিজের অধিনায়কের দায়িত্বে থাকছেন দাশুন শানাকা। নতুন সহ-অধিনায়কের দায়িত্ব পাচ্ছেন ধনঞ্জয়া ডি সিলভা।

লঙ্কা সফরে তিন ম্যাচের ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকা। সিরিজের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে।

শ্রীলঙ্কা স্কোয়াড
দাশুন শানাকা (অধিনায়ক), ধনঞ্জয়া ডি সিলভা, কুশল পেরেরা, দীনেশ চান্দিমাল, আভিষ্কা ফার্নান্দো, ভানুকা রাজাপাকসে, পাথুম নিশাঙ্কা, চারিথ আশালঙ্কা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, কামিন্দু মেন্ডিস, মিনোদ ভানুকা, রমেশ মেন্ডিস, চামিকা করুণারত্নে, নুয়ান প্রদীপ, বিনুরা ফার্নান্দো , দুশমন্থ চামিরা, আকিলা ধনঞ্জয়া, প্রবীণ জয়বিক্রমা, লাহিরু কুমারা, লাহিরু মাদুশাঙ্কা, পুলিনা থারাঙ্গা, মহেশ থীক্ষানা।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

ভারতীয় ক্রিকেটে ফিরলেন হংকংয়ের সাবেক অধিনায়ক

ভারতীয় ক্রিকেটে ফিরলেন হংকংয়ের সাবেক অধিনায়ক

আইপিএলে খেলবেন হাসারাঙ্গা-চামিরা

আইপিএলে খেলবেন হাসারাঙ্গা-চামিরা

ক্রিকেটকে বিদায় জানালেন স্টুয়ার্ট বিনি

ক্রিকেটকে বিদায় জানালেন স্টুয়ার্ট বিনি

বাংলাদেশ সফরের জন্য পাকিস্তানি ভিসার অপেক্ষায় আফগান যুবারা

বাংলাদেশ সফরের জন্য পাকিস্তানি ভিসার অপেক্ষায় আফগান যুবারা