যাদের উপর থাকছে বিশ্বকাপ ফাইনালের স্পট লাইট 

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:৪২ এএম, ১৫ নভেম্বর ২০২১
যাদের উপর থাকছে বিশ্বকাপ ফাইনালের স্পট লাইট 

টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া। দুই দলের সামনেই থাকছে প্রথমবারের মতো বিশ্বকাপ জয়ের সম্ভাবনা। শেষ পর্যন্ত শিরোপা কার ঘরে যাবে তা সময়ই বলে দিবে। তবে ফাইনালে কারা হতে পারেন জয়ের নায়ক সেটা নিয়ে কিছুটা হলেও আন্দাজ করা যায়। 

অ্যাডাম জাম্পা (অস্ট্রেলিয়া) : ফাইনালে অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় অস্ত্র হতে পারেন লেগ স্পিনার অ্যাডাম জাম্পা। দুবাইয়ের কন্ডিশনের কারণে ফাইনালে বড় ভূমিকা রাখবেন জাম্পা। এবারের বিশ্বকাপের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী  তিনি। ৬ ম্যাচের শিকার করেছেন ১২ উইকেট। ইকোনমি রেট ৫ দশমিক ৬৯। সুপার টুয়েলভে বাংলাদেশের বিপক্ষে ১৯ রানে ৫ উইকেট শিকার করেছিলেন তিনি। সেমিফাইনালেও বল হাতে ছিলেন বেশ মিতব্যয়ী। ৪ ওভারে ২২ রান দিয়ে ১ উইকেট নেন জাম্পা। 

ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া): টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ফর্ম নিয়ে দুশ্চিন্তায় ছিলেন অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নার। কিন্তু টুর্নামেন্ট শুরুর পর নিজেকে আবারও চেনান ওয়ার্নার । দুই ফিফটিতে ৬ ইনিংসে আসরে এখন পর্যন্ত করেছেন ২৩৬ রান। আসরে অজিদের সেরা ব্যাটার তিনি। সেমি-ফাইনালে পাকিস্তানের বিপক্ষে ৪৯ রানের গুরুত্বপূর্ণ খেলেছিলেন ওয়ার্নার। 

মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া) : অস্ট্রেলিয়ার পেস আক্রমনের অন্যতম ভরসা মিচেল স্টার্ক। ৬ ম্যাচে নিজের ঝুলিতে ভড়েছেন ৯ উইকেট। জাম্পার পর দ্বিতীয় সেরা অস্ট্রেলিয়ান বোলার তিনি। ধারাবাহিকতা থাকলেও, এখনও স্টার্কের বিধ্বংসী রুপ দেখা যায়নি। ফাইনালের মতো বড় মঞ্চে স্টার্কের জ্বলে উঠার অপেক্ষা অস্ট্রেলিয়া। 

ট্রেন্ট বোল্ট (নিউজিল্যান্ড) : এবারের আসরে ৬ ম্যাচে ১১ উইকেট শিকার করে নিউজিল্যান্ডের সেরা পেসার ট্রেন্ট বোল্ট। সুপার টুয়েলভে নিজের সেরা ফর্ম দেখাত পারলেও সেমি-ফাইনালে বেশ খরুচে ছিলেন তিনি। সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ৪০ রান দিয়ে কোনো উইকেট শিকার করতে পারেননি বোল্ট। তারপরও কেন উইলিয়ামসনের বড় অস্ত্র এ বাঁহাতি পেসার। 

চলতি বছরে ১১ ম্যাচে ১৮ উইকেট শিকার করেছেন বোল্ট। ২০১৩ সালে অভিষেকের পর চলতি বছরই সবচেয়ে বেশি উইকেট শিকার করেছেন তিনি। পাওয়ার প্লে এবং ডেথ ওভারে নিউজিল্যান্ডের অন্যতম ভরসা নাম বোল্ট। সুপার টুয়েলভে ভারতের ব্যাটিং লাইন-আপকে একই গুড়িয়ে দিয়েছেন ট্রেন্ট বোল্ট। 

ইশ সোধি (নিউজিল্যান্ড) : মাঝের ওভারে প্রতিপক্ষের উপর চাপ তৈরি করতে বেশ পটু নিউজিল্যান্ডের স্পিনার ইশ সোধি। মরুর দেশে বিশ্বকাপ হওয়ার সুবিধা ভালোভাবেই আদায় করে নিয়েছেন সোধি। ৬ ইনিংসে শিকার করেছেন ৯ উইকেট। ইকোনমি ৭ দশমিক ৩৩। সুপার টুয়েলভে তার ঘুর্ণিতে কুপোকাত হন ভারতের সেরা দুই খেলোয়াড় বিরাট কোহলি ও রোহিত শর্মা। ফাইনালের মঞ্চে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ে জ্বলে উঠতে হবে সোধিকে। 

টিম সাউদি (নিউজিল্যান্ড) : বোল্টের সাথে নিউজিল্যান্ডের পেস আক্রমণ সামলাচ্ছেন টিম সাউদি। ৬ ইনিংসে শিকার করেছেন ৮ উইকেট। এবারের বিশ্বকাপে বিশ্বের তৃতীয় বোলার হিসেবে টি-টোয়েন্টিতে ১শ উইকেট শিকারীর তালিকায় নাম লেখান সাউদি। এ আসরে নিজের খেলা সবগুলো ম্যাচেই উইকেট নিয়েছিলেন তিনি। তাই ফাইনালে সাউদির ধারাহিকতার প্রত্যাশায় নিউজিল্যান্ড। 

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ] 


শেয়ার করুন :


আরও পড়ুন

ভারত-পাকিস্তান লড়াইয়ে ছিল রেকর্ড সংখ্যক দর্শক

ভারত-পাকিস্তান লড়াইয়ে ছিল রেকর্ড সংখ্যক দর্শক

নতুন চ্যাম্পিয়ন পাচ্ছে ক্রিকেট বিশ্ব

নতুন চ্যাম্পিয়ন পাচ্ছে ক্রিকেট বিশ্ব

টি-টোয়েন্টি বিশ্বকাপ : ফাইনালের ম্যাচ অফিসিয়াল চূড়ান্ত

টি-টোয়েন্টি বিশ্বকাপ : ফাইনালের ম্যাচ অফিসিয়াল চূড়ান্ত

উপেক্ষিত হলেই সেরা ফর্মে ফেরেন জাম্পা

উপেক্ষিত হলেই সেরা ফর্মে ফেরেন জাম্পা