সংকটাপন্ন অবস্থার মধ্যেও আয়োজিত হবে লঙ্কা প্রিমিয়ার লিগ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:০৩ পিএম, ১০ জুন ২০২২
সংকটাপন্ন অবস্থার মধ্যেও আয়োজিত হবে লঙ্কা প্রিমিয়ার লিগ

অর্থনৈতিক দুরাবস্থায় সংকটাময় মুহূর্ত অতিক্রম করছে শ্রীলঙ্কা। এমন অবস্থার মধ্যেও লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। বিষয়টি নিশ্চিত করেছেন এসএলসি’র সভাপতি শাম্মি সিলভা।

শুক্রবার (১০ মে) এক এসএলসি এক বিবৃতিতে জানিয়েছে, চলতি বছরের ৩১ জুলাই থেকে শুরু হবে এলপিএলের তৃতীয় আসর। পাঁচ দলের এই আসর শেষ হবে ২১ আগস্ট।

পাঁচ দলের এই টুর্নামেন্টে মোট ২৪ ম্যাচ আয়োজিত হবে। টুর্নামেন্টের ম্যাচগুলো আয়োজিত হবে কলম্বো ও হাম্বাবানটোটাতে।

রাজনৈতিক ও অর্থনৈতিক সমস্যায় থাকা শ্রীলঙ্কা এলপিএলের তৃতীয় আসর আয়োজিত হবে কি-না তা নিয়েই তৈরি হয়েছিল শঙ্কা। সেই শঙ্কা দূর করে এসএলসি জানিয়ে দিয়েছে ঠিক সময়েই মাঠে গড়াবে টুর্নামেন্টের তৃতীয় আসর।

শ্রীলঙ্কা ক্রিকেটের দেওয়ার বিবৃতিতে সভাপতি শাম্মি সিলভা বলেন, “আমি অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি নির্ধারিত সময়ে তৃতীয় আসর আয়োজন করা হবে। একই সময়ে গ্লোবাল টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজন করা হলেও তার সাথে সংঘার্ষিক হবে না।”

টুর্নামেন্টের সূচি জানানো হলেও কবে নাগাদ এলপিএলের প্লেয়ার্স ড্রাফটস কবে আয়োজিত হবে তা এখনও জানানো হয়নি। তবে শীঘ্রই এই বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানানো হয়েছে।

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

আর্থিক সংকটাপন্ন শ্রীলঙ্কার পাশে অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা

আর্থিক সংকটাপন্ন শ্রীলঙ্কার পাশে অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা

অবসর ভেঙে ফেরা রাজাপক্ষকে নিয়ে শ্রীলঙ্কার ওয়ানডে স্কোয়াড ঘোষণা

অবসর ভেঙে ফেরা রাজাপক্ষকে নিয়ে শ্রীলঙ্কার ওয়ানডে স্কোয়াড ঘোষণা

‘অস্ট্রেলিয়া সিরিজ শ্রীলঙ্কাকে অর্থনৈতিকভাবে লাভবান করবে’

‘অস্ট্রেলিয়া সিরিজ শ্রীলঙ্কাকে অর্থনৈতিকভাবে লাভবান করবে’

লঙ্কানদের মুখে হাসি ফোটাতে চায় অস্ট্রেলিয়া

লঙ্কানদের মুখে হাসি ফোটাতে চায় অস্ট্রেলিয়া