দুর্দান্ত ফর্মে জ্যোতি, পাঁচ ম্যাচের চারটিতেই অপরাজিত

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:৫২ পিএম, ২৪ আগস্ট ২০২২
দুর্দান্ত ফর্মে জ্যোতি, পাঁচ ম্যাচের চারটিতেই অপরাজিত

সিলেটে মেয়েদের জাতীয় ক্রিকেট লিগের দুর্দান্ত খেলছেন টাইগ্রেসদের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। বরিশাল বিভাগের হয়ে খেলা এ অধিনায়ক পাঁচ ম্যাচের মধ্যে মাত্র একবার আউট হয়েছেন। এছাড়া দলকে জেতানোর পথে ইতিমধ্যে তুলে নিয়েছেন দুটি ফিফটি। সর্বশেষ ঢাকা বিভাগকে ১৮ রানে হারিয়ে দেওয়া ম্যাচেও সেরা ক্রিকেটার হয়েছেন শেরপুরের মেয়ে জ্যোতি।

চলতি বছরের অক্টোবরের শুরুতে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বসবে মেয়েদের এশিয়া কাপের লড়াই। তার আগে একই মাঠে জাতীয় ক্রিকেট লিগ খেলে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন বাংলাদেশের মেয়েরা। টি-টোয়েন্টি ফরম্যাটে চলমান জাতীয় ক্রিকেট লিগে দুর্দান্ত ফর্ম রেখেছেন নিগার সুলতানা জ্যোতি।

বরিশাল বিভাগের নেতৃত্ব দেওয়া জ্যোতি টানা চার ম্যাচে অপরাজিত ব্যাটার। প্রথম ম্যাচে খুলনা বিভাগের বোলার শরিফা খাতুনের বলে একবার সাজঘরে ফিরলেও বাকি চার ম্যাচে কোনো বোলার তাকে আটকাতে পারেননি। দুর্দান্ত ফর্মে থাকা জাতীয় দলের অধিনায়ক জ্যোতির ব্যাট হেসেই চলছে।

বুধবার (২৪ আগস্ট) ঢাকার বিপক্ষে প্রথমে ব্যাট করে ৪ উইকেটে ১১৭ রানের সংগ্রহ গড়ে বরিশাল। ব্যাট হাতে দলের পক্ষে ৪৯ বলে ৫৭ রানের অপরাজিত ইনিংস খেলেন জ্যোতি।

জাবাবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের পাশের একাডেমি গ্রাউন্ডে ঘাসের উইকেটে খেই হারিয়ে ফেলে ঢাকা। বরিশালের বোলারদের তোপে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৯৯ রান সংগ্রহ করতে পারে ঢাকা। ফলে ঢাকা বিভাগের বিপক্ষে ১৮ রানে জয় তুলে নেয় বরিশাল। দলের জয়ের ম্যাচে সেরা ক্রিকেটার হয়েছেন জ্যোতি।

চলমান লিগে খুলনার বিপক্ষে প্রথম ম্যাচে ৩১ রান করেছিলেন জ্যোতি। পরের ম্যাচেও জ্যোতির অপরাজিত ফিফটিতে জয় পায় দল। এখন পর্যন্ত খেলা বরিশালের হয়ে পাঁচ ম্যাচে যথাক্রমে ৩১, ৬৩*, ৪৩*, ২৫*, ৫৭* রানের ইনিংস খেলেছেন জ্যোতি। পাঁচ ম্যাচে ২১৯ রান করা জ্যোতিই এখন পর্যন্ত চলমান আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক।

স্পোর্টসমেইল২৪/আরএস


শেয়ার করুন :


আরও পড়ুন

নারী চ্যাম্পিয়নশিপে জ্যোতি-সালমাদের ভাগ্যে ২৬ টি-টোয়েন্টি ও ২৪টি ওয়ানডে

নারী চ্যাম্পিয়নশিপে জ্যোতি-সালমাদের ভাগ্যে ২৬ টি-টোয়েন্টি ও ২৪টি ওয়ানডে

সারাবিশ্বে আরও বেশি প্রোমোট করবে, বিসিবিকে ধন্যবাদ: নিগার সুলতানা

সারাবিশ্বে আরও বেশি প্রোমোট করবে, বিসিবিকে ধন্যবাদ: নিগার সুলতানা

বাংলাদেশে ২০২২ নারী এশিয়া কাপ শুরু ১ অক্টোবর

বাংলাদেশে ২০২২ নারী এশিয়া কাপ শুরু ১ অক্টোবর

দুই বছরে চার দেশের নারী ক্রিকেট দল আসবে বাংলাদেশে

দুই বছরে চার দেশের নারী ক্রিকেট দল আসবে বাংলাদেশে