টি-টেনে দল পেলেন বাংলাদেশের চারজন, নেই তামিম-রিয়াদরা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:০৫ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০২২
টি-টেনে দল পেলেন বাংলাদেশের চারজন, নেই তামিম-রিয়াদরা

সংযুক্ত আরব আমিরাতের ফ্র্যাঞ্চাইজি লিগ টি-টেন লিগে বাংলাদেশ থেকে দল পেয়েছেন চারজন ক্রিকেটার। তবে দল পাওয়ার ক্রিকেটারের তালিকায় নেই ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল খান, মাহমুদউল্লাহ রিয়াদের মতো ক্রিকেটাররা।

টি-টেন লিগে খেলার জন্য খেলোয়াড় ড্রাফটে একাধিক বাংলাদেশি ক্রিকেটার নাম লিখিয়েছিলেন। সেখান থেকে দল পেয়েছেন নুরুল হাসান সোহান, মৃত্যুঞ্জয় চৌধুরী, মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ।

সবার আগে দল পেয়েছেন সোহান। সাকিবের দল বাংলা টাইগার্স দলে টেনেছে এই উইকেটরক্ষক ব্যাটারকে। মূলত অধিনায়ক ও আইকন সাকিবের পছন্দেই সোহানকে দলে নিয়েছে তারা।

বাঁহাতি পেসার মৃত্যুঞ্জয় চৌধুরিও টি-টেন লিগে খেলবেন সাকিবের দলে। এই তরুণ পেসারকে ইমার্জিং ক্যাটাগরিতে দলে টেনেছে বাংলাদেশি মালিকানার ফ্র্যাঞ্চাইজিটি।

ড্রাফটের শেষ পর্বে দল পেয়েছেন তাসকিন ও মোস্তাফিজ। টিম আবু ধাবির হয়ে এবারের টি-টেন লিগ মাতাবেন কাটার মাস্টার খ্যাত মোস্তাফিজ। অন্যদিকে টি-টেনের বর্তমান চ্যাম্পিয়ন ডেকান গ্ল্যাডিয়েটর্স দলে ভিড়িয়েছে তাসকিনকে। 

তবে তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ ও অলরাউন্ডার আফিফ হোসাইনের প্রতি আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। ২০২১ সালে বাংলা টাইগার্সের হয়ে টি-টেন লিগে খেলেছিলেন আফিফ। অথচ এবার কেউ তাকে দলে ভেড়ালো না। 

চলতি বছরের ২৩ নভেম্বর পর্দা উঠবে টি-টেনের। একই বছরের ৪ ডিসেম্বর ফাইনালের মধ্যে দিয়ে পর্দা নামবে লিগটির। 

বাংলাদেশ থেকে টি-টেনের ড্রাফটে নাম লিখিয়েছেন তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ, মোস্তাফিজুর রহমান, নুরুল হাসান সোহান, তাসকিন আহমেদ, আল আমিন হোসেন, আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক সৈকত, নাসির হোসেন, মৃত্যুঞ্জয় চৌধুরীসহ আরও বেশ ক‍‍`জন ক্রিকেটার। 

স্পোর্টসমেইল২৪/এসকেডি 


শেয়ার করুন :


আরও পড়ুন

দক্ষিণ আফ্রিকা সিরিজে ভারতীয় দলে নেই শামি ও হুদা

দক্ষিণ আফ্রিকা সিরিজে ভারতীয় দলে নেই শামি ও হুদা

চাপের মধ্যে জয় আত্মবিশ্বাস জোগাবে: মিরাজ

চাপের মধ্যে জয় আত্মবিশ্বাস জোগাবে: মিরাজ

ঘরের মাঠে নারী এশিয়া কাপে দল দিলো বাংলাদেশ

ঘরের মাঠে নারী এশিয়া কাপে দল দিলো বাংলাদেশ

মিরাজের ধারণা তার কাছে বড় রান আশা করা হয় না

মিরাজের ধারণা তার কাছে বড় রান আশা করা হয় না