চট্টগ্রামকে ব্যাটিংয়ে পাঠালো সিলেট

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:২৩ পিএম, ০৬ জানুয়ারি ২০২৩
চট্টগ্রামকে ব্যাটিংয়ে পাঠালো সিলেট

মাঠে গড়ালো বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসর। টুর্নামেন্টের প্রথম ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন সিলেট স্ট্রাইকার্স। ফলে প্রথমে ব্যাট করছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

বিপিএল ইতিহাসে সবচেয়ে হতাশ করা দল হলো সিলেট ফ্র্যাঞ্চাইজির। বেশিরভাগ সময় টেবিলের নিচের সারির দিকে থাকায় এবার সেই হতাশাকে পেছনে ফেলে ঘুরে দাঁড়াতে বদ্ধ পরিকর তারা। এবার সম্পূর্ণ নতুন মালিকানায় দল গঠন করেছে সিলেটের ফ্র্যাঞ্চাইজিটি। নেতৃত্বে রয়েছেন মাশরাফি বিন মোর্ত্তজা।

মূলত জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মোর্ত্তজাকে ঘিরেই নতুনভাবে শুরু করবে সিলেট স্ট্রাইকার্স। ড্রাফট থেকে দলটি নিয়েছে দেশের আরেক অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিমকে। দলে আছেন অভিজ্ঞ পেসার রুবেল হোসেনও। 

অন্যদিকে, বিপিএলে দলের ‘ইমপ্যাক্ট খেলোয়াড়দের’ মাধ্যমে চমক দেখাতে চায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। গত বিপিএলে মাঝারি আকারের দল নিয়ে দারুণ পারফরমেন্স দেখিয়েছে চট্টগ্রাম।

এবার দলে তারকা খেলোয়াড় নেই। তারপরও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স দলে বেশ কয়েকজন খেলোয়াড় আছে যারা টি-টোয়েন্টিতে ভালো করতে পারেন এবং এই মৌসুমে তারাই দলের ভরসা হবেন।

সিলেট স্ট্রাইকার্স একাদশ
নাজমুল হোসেন শান্ত, কলিন অ্যাকারম্যান, জাকির হাসান, মুশফিকুর রহিম, তৌহিদ হৃদয়, আকবর আলী, থিসারা পেরেরা, ইমাদ ওয়াসিম, মাশরাফি বিন মোর্ত্তজা (অধিনায়ক), মোহাম্মদ আমির, রেজাউর রহমান রাজা।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স একাদশ
আফিফ হোসেন, উসমান খান , মৃত্যুঞ্জয় চৌধুরী, মালিন্দা পুষ্পকুমারা, শুভাগত হোম (অধিনায়ক), ডারউইশ রাসুলী, মেহেদী মারুফ, উন্মুক্ত চাঁদ, আল-আমিন, নিহাদুজ্জামান, মেহেদী হাসান রানা।

স্পোর্টসমেইল২৪/আরএস


শেয়ার করুন :


আরও পড়ুন

বাংলাদেশ ছাড়াও ১৪ দেশে প্রচারিত হবে বিপিএল

বাংলাদেশ ছাড়াও ১৪ দেশে প্রচারিত হবে বিপিএল

গতবার দল না পাওয়া নাসির এবার ঢাকার অধিনায়ক

গতবার দল না পাওয়া নাসির এবার ঢাকার অধিনায়ক

ডিআরএস ‘বিতর্ক’ নিয়েই মাঠে গড়াচ্ছে বিপিএল

ডিআরএস ‘বিতর্ক’ নিয়েই মাঠে গড়াচ্ছে বিপিএল

তামিম দলে থাকলেও খুলনার নেতৃত্বে ইয়াসির আলী

তামিম দলে থাকলেও খুলনার নেতৃত্বে ইয়াসির আলী