বিশ্বকাপে মারুফার বোলিং দেখে কেদেঁছেন বড়ভাই আল-আমিন

মোশারফ হোসাইন মোশারফ হোসাইন প্রকাশিত: ০৭:০৩ পিএম, ০৪ অক্টোবর ২০২৫
বিশ্বকাপে মারুফার বোলিং দেখে কেদেঁছেন বড়ভাই আল-আমিন

“মারুফা যখন বোলিং করছিল, উইকেট নিচ্ছিল। এক দিকে আনন্দে চিৎকার করছিলাম, অন্যদিকে মনের অজান্তেই চোখ দিয়ে পানি বের হচ্ছিল। চোখের পানি ধরে রাখতে পারিনি” -মারুফার সাফল্যে এভাবেই নিজেদের আনন্দের কথা জানাচ্ছিলেন বড় ভাই আল আমিন ইসলাম।

ওয়ানডে বিশ্বকাপের প্রথম ম্যাচে বড় জয় বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের। মারুফার পেস-সুইংয়ে দিশেহারা হয়ে পড়ে পাকিস্তানের টপ অর্ডার ব্যাটাররা। গতির ঝরে ব্যাটারদের চোখে সর্ষেফুল দেখিয়ে ম্যাচসেরা হয়েছেন মারুফা আক্তার।

সামাজিক যোগাযোগ মাধ্যমে মারুফার বিধ্বংসী বোলিংয়ের প্রশংসায় মুখর গোটা বাংলাদেশ। এমনকি শ্রীলঙ্কান পেসার মালিঙ্গা সামাজিক মাধ্যমে লিখেছেন, “পিওর স্কিল, এক্সিলেন্ট কন্ট্রোল। এখন পর্যন্ত এই টুর্নামেন্টের সেরা ডেলিভারি।”

নীলফামারীর অজপাড়াগাঁয়ের মারুফাকে যারা বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার জন্য তৈরি করেছেন, ক্রিকেটার বানিয়েছেন -তাদের আনন্দ ঠিক কতটা? মোশারফ হোসাইন কথা বলেছেন নীলফামারিতে মারুফার পরিবারের সঙ্গে।

এমন সাফল্যমণ্ডিত মুহূর্তে অতীত মনে পড়ে কি-না -এমন প্রশ্নে মারুফার ভাই আল আমিন বলেন, “একটা সময় ছিল সাইকেলে করে মারুফাকে অনুশীলনে নিয়ে যেতাম। অনেকে নিরুৎসাহিত করতেন। সে সব কথা তো মনে পড়েই। অনেক দুঃসময়ের পর এমন একটা দিন এসেছে, মারুফা পারফর্ম করছে, তাও বিশ্বকাপে। ভাই হিসেবে গর্ব হয়।”

ম্যাচের আগে মারুফাকে কীভাবে উৎসাহিত করেন? জানতে চাইলে তিনি বলেন, “বিশ্বকাপে যাওয়ার আগেই তাকে সাহস দিয়েছি। তবে ম্যাচের আগেই মারুফাই আমাদের কাছে দোয়া চেয়েছে। আমাদের পারিবারিক গ্রুপ আছে, সেখানে দোয়া চেয়েছে। মা-ও তার সঙ্গে কথা বলেছে। আমি তাকে বলেছি, ঠাণ্ডা মাথায় খেলতে। শুধু বোলিং নয়, ব্যাটিং পেলেও যেন মনোযোগী হয়ে ভালো করতে পারে -সেই পরামর্শও দিয়েছি।”

মারুফাকে পরামর্শ দেওয়া এই ভাই অবশ্য অবাক হয়েছেন মারুফার সাহস দেখে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলন ও পুরস্কার নেওয়ার সময় ইংরেজি প্রশ্নের উত্তর দিয়েছেন মারুফা -যা ইতিপূর্বে কখনো হয়নি।

মারুফার ভাই বলেন, “বাসায় আসলে আমাদের সঙ্গে মজা করে টুকটাক ইংরেজি বলে, ভুলও হয়। সে এইভাবে সাহস দেখিয়ে ইংরেজিতে উত্তর দিয়ে দিচ্ছে -এটা দেখে বেশ অবাক হয়েছি।”



শেয়ার করুন :