চলতি বছরের নভেম্বরে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসছে আয়ারল্যান্ড ক্রিকেট দল। শনিবার (৪ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দুই ফরম্যাটের আইরিশদের এই সফরের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করেছে।
সূচি অনুযায়ী, ৬ নভেম্বর বাংলাদেশে পৌঁছাবে আয়ারল্যান্ড দল। ১১ নভেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট মাঠে গড়াবে ১৯ নভেম্বর, ঢাকার মিরপুরে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
বাংলাদেশ-আয়ারল্যান্ডের মধ্যে এটাই প্রথম পূর্ণাঙ্গ টেস্ট সিরিজ। এর আগে একমাত্র টেস্ট ম্যাচটি হয়েছিল ২০২৩ সালের এপ্রিলে। ঢাকায় অনুষ্ঠিত ম্যাচটিতে ৭ উইকেটে জয় পেয়েছিল বাংলাদেশ।
দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষে চট্টগ্রামে অনুষ্ঠিত হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচগুলো মাঠে গড়াবে ২৭ ও ২৯ নভেম্বর এবং ২ ডিসেম্বর।
