অস্ট্রেলিয়া-ভারত ম্যাচের আগেই উত্তাপ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৩৭ পিএম, ২০ নভেম্বর ২০১৮
অস্ট্রেলিয়া-ভারত ম্যাচের আগেই উত্তাপ

কামিন্স ও বিরাট কোহলি

অস্ট্রেলিয়া-ভারত ম্যাচের আগেই ছড়িয়ে পড়েছে দুদেশের বাক যুদ্ধ। ভারত ছাড়ার আগে সাংবাদিক বৈঠকে বিরাট কোহলি গণমাধ্যমে দেওয়া বক্তব্যের পাল্টা জবাব দিয়েছেন অজি পেসার কামিন্স।

কোহলি জানান, ভারতীয় দলের কোন ক্রিকেটার আগে থেকে স্লেজিং করবে না। তবে অজিরা স্লেজিং করলে তার দলও পাল্টা দেবে।

আর ভারতীয় দল অস্ট্রেলিয়া পৌঁছতেই এবার মুখ খুললেন অজি পেসার প্যাট কামিন্স। কোহলির প্রসঙ্গ টেনে কামিন্স বলেন, "সেদিন প্রচারমাধ্যমে দেখলাম কোহলি বলছে, ও স্লেজিং করতে চায় না। আমার কিন্তু বিশ্বাস হয় না। কোহলি বাগযুদ্ধে জড়িয়ে না পড়লেই আমি অবাক হব। ওই ধরনের পরিস্থিতির মধ্যেই কোহলি ওর সেরাটা বার করে আনতে পারে।"

অজি এই ফাস্ট বোলার আরও বলেন, "আমরা আমাদের জায়গা ছাড়ব না। সমানে সমানে লড়াই হবে। সব ব্যাপারেই টক্কর হবে। ওরা যা বলবে, তার জবাব পাবে। বাকিদের সঙ্গে মাঠে যে রকম আচরণ করি, কোহলির সঙ্গেও সে রকমই আচরণ করব। আমার মনে হয়, দু'দলের ক্রিকেটারদের মধ্যেই মাঠে আবেগের প্রকাশ দেখতে পাবেন।"

 

এদিকে, বিষেন সিং বেদির এমন চিন্তায় ইন্ধন জুগিয়েছে গত বছর অনিল কুম্বলের ভারতীয় দলের দায়িত্ব থেকে সরে যাওয়ার ঘটনাটি। চ্যাম্পিয়নস ট্রফির আগে থেকেই কুম্বলে ও কোহলির মধ্যকার দ্বন্দ্বের কথা প্রকাশ করেছিল ভারতীয় সংবাদমাধ্যম। টুর্নামেন্ট চলাকালে সে আলোচনা উড়িয়ে দিলেও টুর্নামেন্ট শেষ হতেই কোচের পদ থেকে ইস্তফা দিয়েছেন কুম্বলে। সে ঘটনার কথা মনে করিয়ে বিষেন সাহিত্য আজতককে বলেছেন, ‘আমি যা বলছি সেটা হলো, একজন (বিরাট কোহলি) যা ইচ্ছা তা–ই করছে এবং আমরা সেটা হতে দিচ্ছি। অনিল থাকলে এখন কী বলত? সে ভালোমানুষের মতো ওভাবে চলে গেল।’

 


শেয়ার করুন :


আরও পড়ুন

দুর্দান্ত ব্যাটিং পরীক্ষা দিয়ে ডাক পেল সাদমান

দুর্দান্ত ব্যাটিং পরীক্ষা দিয়ে ডাক পেল সাদমান

টেস্টে কম রানে জয়ের রেকর্ড গড়লো নিউজিল্যান্ড

টেস্টে কম রানে জয়ের রেকর্ড গড়লো নিউজিল্যান্ড

এমন হার বোধহয় পাকিস্তানের পক্ষেই সম্ভব!

এমন হার বোধহয় পাকিস্তানের পক্ষেই সম্ভব!

সাকিবকে পেয়ে খুশি কোচ

সাকিবকে পেয়ে খুশি কোচ