কমনওয়েলথ গেমসে নারীদের ক্রিকেট চায় আইসিসি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৫৩ পিএম, ২৬ নভেম্বর ২০১৮
কমনওয়েলথ গেমসে নারীদের ক্রিকেট চায় আইসিসি

২০২২ সালে যুক্তরাজ্যের বার্মিংহামে অনুষ্ঠিতব্য কমনওয়েলথ গেমসে নারী ক্রিকেট অর্ন্তভুক্তির আবেদন জানিয়েছে ক্রিকেটের প্রধান সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

সংস্থার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় এ গেমসে টি-২০ ভার্সনে নারী ক্রিকেট অন্তর্ভুক্তির আবেদন জানানো হয়েছে।

এ ব্যাপারে আইসিসির প্রধান নির্বাহী ডেভিড রিচার্ডসন জানিয়েছেন, ‘কমনওয়েলথ গেমসে ক্রিকেটে অনুপ্রাণিত হয়ে নারীরা আরও বেশি সংখ্যায় উঠে আসবে, এটিই আমাদের প্রধান লক্ষ্য।’

তিনি আরও বলেন, ‘নারী ক্রিকেট ও কমনওয়েলথের সাথে ভালো একটি জুটি তৈরি করতে হবে। কারণ নারী ক্রিকেটের অগ্রগতি, সাম্যতা ও ক্রীড়া ক্ষেত্রে বৈষম্য দূর করতে পারে এ কমনওয়েলথ গেমস।’

১৯৯৮ সালে সর্বশেষ কমনওয়েলথ গেমসে ক্রিকেট ইভেন্ট ছিল। ঐ আসরে শুধুমাত্র ছেলেদের ইভেন্ট অনুষ্ঠিত হয়েছিল। ৫০ ওভারের সেই আসরে স্বর্ণ পদক জিতেছিল দক্ষিণ আফ্রিকা।


শেয়ার করুন :


আরও পড়ুন

নারী টি-২০ বিশ্বকাপে আইসিসির দলে জাহানারা

নারী টি-২০ বিশ্বকাপে আইসিসির দলে জাহানারা

বিপিএলের পূর্ণাঙ্গ সময় সূচি

বিপিএলের পূর্ণাঙ্গ সময় সূচি

ধোনির পক্ষে শহিদ আফ্রিদি

ধোনির পক্ষে শহিদ আফ্রিদি

ইংল্যান্ডকে উড়িয়ে নারী বিশ্বকাপ চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া

ইংল্যান্ডকে উড়িয়ে নারী বিশ্বকাপ চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া