তিন বিভাগের সেরা মোমিনুল-মুশফিক-মাহমুদউল্লাহ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:০৬ পিএম, ৩০ ডিসেম্বর ২০১৮
তিন বিভাগের সেরা মোমিনুল-মুশফিক-মাহমুদউল্লাহ

চলতি বছর টেস্ট ক্রিকেটে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান করেছেন বাঁ-হাতি ব্যাটসম্যান মোমিনুল হক। ওয়ানডেতে হয়েছেন সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। দেশের জার্সিতে টি-২০ সবচেয়ে বেশি রান করেছেন মাহমুদউল্লাহ রিয়াদ।

বাংলাদেশের হয়ে ৮টি টেস্ট এ বছর খেলেছেন মোমিনুল। ১৫ ইনিংসে ৬৭৩ রান করেছেন তিনি। কোন হাফ-সেঞ্চুরি না পেলেও ৪টি সেঞ্চুরি করেছেন মোমিনুল। ব্যাটিং গড়- ৪৪ দশমিক ৮৬। সর্বোচ্চ ইনিংস ১৭৬ রান। গত জানুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রামে ১৬টি চার ও ১টি ছক্কায় ২১৪ বলে ১৭৬ রান করেন মোমিনুল।

বাংলাদেশের পক্ষে দ্বিতীয় ও তৃতীয় সর্বোচ্চ রান মুশফিক ও মাহমুদউল্লাহর। মুশফিক ৮ ম্যাচে ১৫ ইনিংসে ৩৫ গড়ে ৪৯০ রান করেন। ১টি করে সেঞ্চুরি ও হাফ-সেঞ্চুরি হাঁকান মুশি।

মুশফিকের চাইতে মাত্র ১৪ রান কম করেছেন মাহমুদউল্লাহ। ৮ ম্যাচের ১৫ ইনিংসে ৩৯ দশমিক ৬৬ গড়ে ২টি সেঞ্চুরি ও ১টি হাফ-সেঞ্চুরিতে ৪৭৬ রান করেছেন মাহমুদউল্লাহ।


শেয়ার করুন :


আরও পড়ুন

ক্রিকেট কান্ট্রির বর্ষসেরা টি-২০ একাদশে সাকিব

ক্রিকেট কান্ট্রির বর্ষসেরা টি-২০ একাদশে সাকিব

টেস্টে তাইজুল, ওয়ানডে-টি-২০তে মোস্তাফিজ

টেস্টে তাইজুল, ওয়ানডে-টি-২০তে মোস্তাফিজ

মাগুরায় ভোট দিয়েছেন সাকিব

মাগুরায় ভোট দিয়েছেন সাকিব

পাকিস্তান কোচ আর্থারকে শাস্তি দিল আইসিসি

পাকিস্তান কোচ আর্থারকে শাস্তি দিল আইসিসি