ব্যাটিংয়ে রুশো, বোলিংয়ে তাসকিন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:৩৪ পিএম, ০৩ ফেব্রুয়ারি ২০১৯
ব্যাটিংয়ে রুশো, বোলিংয়ে তাসকিন

শনিবার শেষ হলো বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ষষ্ঠ আসরের লিগ পর্ব। মঙ্গলবার থেকে শুরু হবে প্লে-অফের লড়াই। লিগ পর্ব শেষে ব্যাটিংয়ে সেরা পারফরমার রংপুর রাইডার্সের দক্ষিণ আফ্রিকার খেলোয়াড় রিলি রুশো। আর বোলিংয়ে সেরা সিলেট সিক্সার্সের পেসার তাসকিন আহমেদ।

লিগ পর্বে ১২ম্যাচেই খেলার সুযোগ হয়েছে রুশোর । ১১ ইনিংসে ১টি সেঞ্চুরি ও ৫টি হাফ-সেঞ্চুরিতে ৮৫ দশমিক ৬৬ গড়ে ৫১৪ রান করেছেন তিনি। এবারের বিপিএলে এখন পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রাহক রুশো। দ্বিতীয় সর্বোচ্চ রান চিটাগং ভাইকিংসের অধিনায়ক মুশফিকুর রহিমের। ১২ ম্যাচের ১২ ইনিংসে ৩টি হাফ-সেঞ্চুরিতে ৪১৮ রান করেছেন মুশফিক।

বোলিং বিভাগে সর্বোচ্চ উইকেট শিকারী তাসকিন। ১২ ম্যাচের ১২ ইনিংসে ৩৭ দশমিক ১ ওভার বল করে ২২ উইকেট নিয়েছেন তিনি। তারপরই আছেন ঢাকা ডায়নামাইটসের অধিনায়ক সাকিব আল হাসান। তার শিকার ২১ উইকেট। প্লে-অফে তাসকিনের দল না উঠলেও শেষ চারে খেলার সুযোগ পেয়েছে সাকিবের ঢাকা। তাই তাসকিন ছাড়িয়ে এবারের বিপিএলে সর্বোচ্চ উইকেটশিকারী হবার প্রবল সম্ভাবনা রয়েছে সাকিবের।

অবশ্য সর্বোচ্চ উইকেট শিকারীর দৌঁড়ে আরও আছেন- রংপুর রাইডার্সের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা-ফরহাদ রেজা, চিটাগং ভাইকিংসের আবু জায়েদ ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের শহিদ আফ্রিদি-মোহাম্মদ সাইফউদ্দিনের। কারন মাশরাফি ১৯, আবু জায়েদ ১৮, সাইফউদ্দিন-ফরহাদ ১৭টি করে এবং আফ্রিদিও ঝুলিতে আছে ১৬ উইকেট।

লিগ পর্ব শেষে বিপিএলের সর্বোচ্চ রান সংগ্রহকারী শীর্ষ পাঁচ ব্যাটসম্যান :
খেলোয়াড় ম্যাচ ইনিংস রান গড়
রিলি রুশো (রংপুর রাইডার্স) ১২ ১১ ৫১৪ ৮৫.৬৬
মুশফিকুর রহিম (চিটাগং ভাইকিংস) ১২ ১২ ৪১৮ ৩৮.০০
নিকোলাস পুরান (সিলেট সিক্সার্স) ১১ ১১ ৩৭৯ ৪৭.৩৭
লরি ইভান্স (রাজশাহী কিংস) ১১ ১১ ৩৩৯ ৩৭.৬৬
তামিম ইকবাল (কুমিল্লা ভিক্টোরিয়ান্স) ১২ ১২ ৩০৯ ২৮.০৯

লিগ পর্ব শেষে বিপিএলের সর্বোচ্চ উইকেট শিকারী শীর্ষ পাঁচ বোলার :
খেলোয়াড় ম্যাচ ইনিংস ওভার রান উইকেট
তাসকিন আহমেদ (সিলেট সিক্সার্স) ১২ ১২ ৩৭.১ ৩১৮ ২২
সাকিব আল হাসান (ঢাকা ডায়নামাইটস) ১২ ১২ ৪৪.০ ৩২১ ২১
মাশরাফি বিন মর্তুজা (রংপুর রাইডার্স) ১২ ১২ ৪৭.০ ৩১২ ১৯
আবু জায়েদ (চিটাগং ভাইকিংস) ১২ ১২ ৪৬.০ ৩৯৩ ১৮
মোহাম্মদ সাইফউদ্দিন (কুমিল্লা ভিক্টোরিয়ান্স) ১১ ১১ ৩৮.০ ২৭৬ ১৭


শেয়ার করুন :


আরও পড়ুন

বিপিএলের প্লে-অফে কে কার মুখোমুখি

বিপিএলের প্লে-অফে কে কার মুখোমুখি

কুমিল্লাকে হারিয়ে শীর্ষস্থানে রংপুর

কুমিল্লাকে হারিয়ে শীর্ষস্থানে রংপুর

খুলনার হার, রাজশাহীর স্বপ্ন ভেঙে প্লে-অফে ঢাকা

খুলনার হার, রাজশাহীর স্বপ্ন ভেঙে প্লে-অফে ঢাকা

বিপিএলে জেসন রয়ের অবিশ্বাস্য ক্যাচ (ভিডিও)

বিপিএলে জেসন রয়ের অবিশ্বাস্য ক্যাচ (ভিডিও)