অস্ট্রেলিয়ার বর্ষসেরা ক্রিকেটার লিঁও-স্টোয়িনিস-ম্যাক্সওয়েল-হিলি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:০৮ এএম, ১২ ফেব্রুয়ারি ২০১৯
অস্ট্রেলিয়ার বর্ষসেরা ক্রিকেটার লিঁও-স্টোয়িনিস-ম্যাক্সওয়েল-হিলি

অস্ট্রেলিয়ার বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার জিতলেন স্পিনার নাথান লিঁও-অলরাউন্ডার মার্কাস স্টোয়িনিস ও ব্যাটসম্যান গ্লেন ম্যাক্সওয়েল। মহিলা বিভাগে ওয়ানডে ও টি-২০ ফরম্যটে বর্ষসেরা খেলোয়াড় হয়েছেন আলিসা হিলি।

মেলবোর্নে সোমবার রাতে অনুষ্ঠিত এই অ্যাওয়ার্ড নাইটে পুরস্কার তুলে দেয়া হয় সেদেশের বর্ষসেরা খেলোয়াড়দের হাতে।

গেল বছর টেস্ট ফরম্যাটে ১০ ম্যাচে ৪৯ উইকেট শিকার করেন লিঁও। দেশের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারের তালিকায় তৃতীয় স্থানে ছিলেন লিঁও। ইনিংসে তিনবার পাঁচ বা ততোধিক উইকেট নেন তিনি। ইনিংসে তার সেরা বোলিং ছিল ১২২ রানে ৬ উইকেট। অ্যাডিলেডে ভারতের বিপক্ষে তার সেরা বোলিং ফিগার দাড় করান তিনি।

বর্ষসেরা ওয়ানডে খেলোয়াড় হয়েছেন অলরাউন্ডার স্টোয়িনিস। ১৩ ম্যাচে ব্যাট হাতে ৩৭৬ রান করার পাশাপাশি বল হাতে ১৩ উইকেট নেন তিনি। ব্যাট হাতে ৪টি হাফ-সেঞ্চুরিও করেন তিনি।

টি-২০ ফরম্যাটে সেরা খেলোয়াড় হয়েছেন ম্যাক্সওয়েল। ১৯ ম্যাচে ৩৬ দশমিক ১৪ গড়ে ৫০৬ রান করেন তিনি। তার উইলো থেকে ১টি সেঞ্চুরি ও ২টি হাফ-সেঞ্চুরিও এসেছিল। বছরের শুরুতে হোবার্টে ইংল্যান্ডের বিপক্ষে ১০টি চার ও ৪টি ছক্কায় ৫৮ বলে অপরাজিত ১০৩ রান করেন ম্যাক্সওয়েল।

মহিলা বিভাগে ওয়ানডে ও টি-২০ ফরম্যাটে বর্ষসেরা হয়েছেন হিলি। ৬ ওয়ানডেতে ৩২৯ রান ও ১৭টি টি-২০ ম্যাচে ৫৭৮ রান করে তিনি। ওয়ানডেতে ৫৪ দশমিক ৮৩ ও টি-২০তে ৪১ দশমিক ২৯ ব্যাটিং গড় ছিল তার।

এছাড়া অ্যালান রবার্ডার মেডেল জিতে নেন প্যাট কামিন্স। বেলিন্ডা ক্লার্ক অ্যাওয়ার্ড জয় করেন মহিলা খেলোয়াড় হিলি।


শেয়ার করুন :


আরও পড়ুন

অস্ট্রেলিয়ার বর্ষসেরা ক্রিকেটার লিঁও-স্টোয়িনিস-ম্যাক্সওয়েল-হিলি

অস্ট্রেলিয়ার বর্ষসেরা ক্রিকেটার লিঁও-স্টোয়িনিস-ম্যাক্সওয়েল-হিলি

চলতি মাসে ডিপিএলের প্লেয়ার্স ড্রাফট, টুর্নামেন্ট শুরু ১ মার্চ

চলতি মাসে ডিপিএলের প্লেয়ার্স ড্রাফট, টুর্নামেন্ট শুরু ১ মার্চ

ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে পাকিস্তান নারী ক্রিকেটারদের ইতিহাস

ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে পাকিস্তান নারী ক্রিকেটারদের ইতিহাস

বাংলাদেশের ইতিহাসে ছেলেদের দলে প্রথম নারী কোচ

বাংলাদেশের ইতিহাসে ছেলেদের দলে প্রথম নারী কোচ