নির্বাচককে পেটালেন ভারতীয় ক্রিকেটার!

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৫৫ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০১৯
নির্বাচককে পেটালেন ভারতীয় ক্রিকেটার!

দলে জায়গা না পেয়ে নির্বাচককে পেটানোর অভিযোগ উঠেছে ভারতের অনূর্ধ্ব ২৩ দলের এক ক্রিকেটারের বিরুদ্ধে। সোমবার (১১ ফেব্রুয়ারি) ভারতের নয়াদিল্লির কাশ্মীরি গেট এলাকার সেন্ট স্টিফেন মাঠে এ ঘটনা ঘটেছে।

ভারতের গণমাধ্যম সূত্রে জানা গেছে, সোমবার ওই মাঠে অনূর্ধ্ব ২৩ দলের ট্রায়াল চলছিল। এ ট্রায়ালের নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করছিলেন সাবেক ক্রিকেটার ও দিল্লি অ্যান্ড ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশনের সিনিয়র সিলেকশন কমিটির চেয়ারম্যান অমিত ভান্ডারি। ট্রায়ালে অনূজ ধেদা নামে অনূর্ধ্ব-২৩ দলের এক ক্রিকেটারকে বাদ দেন নির্বাচক। তাই ওই ক্রিকেটার ক্ষুব্ধ হয়ে তার কয়েক জন বন্ধু ও ভাইকে নিয়ে অতর্কিত হামলা চালায় নির্বাচক অমিতের উপর। এসময় অমিতের মাথা ফেটে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেন। তবে হামলাকারীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান।

অমিত ভাণ্ডারী বলেন, ‘‘আমি পুলিশকে আমার বক্তব্য জানিয়েছি। দল নির্বাচন কী ভাবে হয়েছে, সেটাও বলেছি। আমাকে যারা আক্রমণ করেছিল, তাদের নামও পুলিশকে জানিয়েছি।’’

এ বিষয়ে দিল্লি পুলিশের ডেপুটি কমিশনার (নর্থ) নূপুর প্রসাদ বলেছেন, ‘‘আমরা অভিযুক্ত এবং তার ভাইয়ের বিরুদ্ধে মামলা করেছি। ওদের গ্রেফতারও করা হয়েছে।’’

এদিকে, অমিত ভাণ্ডারীর উপরে এই হামলার ঘটনার কথা ছড়িয়ে পড়তে ক্রিকেট মহলে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। ভারত এবং দিল্লির প্রাক্তন এবং বর্তমান ক্রিকেটাররাও প্রতিবাদ জানাচ্ছেন।

সাবেক ক্রিটোর বীরেন্দ্র শেবাগ টুইট করেছেন, ‘‘এক জন ক্রিকেটারকে দলে না নেওয়ায় যে ভাবে হামলা চালানো হল দিল্লির নির্বাচক অমিত ভাণ্ডারীর উপরে, তা ক্রিকেটকে নতুন ভাবে কলঙ্কিত করল। আশা করব, কঠোরতম শাস্তি দেওয়া হবে হামলাকারীদের। এও আশা করব, এমন ব্যবস্থা নেওয়া হবে যাতে এই ঘটনার আর পুনরাবৃত্তি না হয়।’’

ভারতীয় দলের অন্যতম ওপেনার শিখর ধওয়নের টুইট, ‘‘বিশ্বাস করতে পারছি না অমিত ভাইয়ার সঙ্গে এ রকম একটা ঘটনা ঘটেছে। এটা অত্যন্ত দুঃখজনক, কাপুরুষোচিত ঘটনা। দ্রুত তদন্ত হওয়া উচিত এবং দোষীদের যেন কঠোরতম শাস্তি দেওয়া হয়।’’

ক্ষুব্ধ গৌতম গম্ভীর অভিযুক্ত ক্রিকেটারের আজীবন নির্বাসনের দাবি জানিয়ে টুইট করেছেন, ‘‘রাজধানীর বুকে এ রকম একটা ঘটনা ঘটতে দেখে অত্যন্ত খারাপ লাগছে। আমি ব্যক্তিগত ভাবে দেখব, যাতে এই ঘটনা ধামাচাপা না দিয়ে দেওয়া হয়। শুরুতেই চাইব, যে ক্রিকেটার এই হামলার নেপথ্যে আছে, তাকে যেন সব ধরনের ক্রিকেট থেকে আজীবন নির্বাসিত করা হয়।’’


শেয়ার করুন :


আরও পড়ুন

টি-২০ ক্রিকেটে ধোনির ‘ট্রিপল সেঞ্চুরি’

টি-২০ ক্রিকেটে ধোনির ‘ট্রিপল সেঞ্চুরি’

নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজ সমতায় ভারত

নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজ সমতায় ভারত

সবচেয়ে বড় ব্যবধানে হারের লজ্জা পেল ভারত

সবচেয়ে বড় ব্যবধানে হারের লজ্জা পেল ভারত

ভারতে বিপক্ষে নিউজিল্যান্ডের টি-২০ দল ঘোষণা

ভারতে বিপক্ষে নিউজিল্যান্ডের টি-২০ দল ঘোষণা