আইসিসির কাছে ভিসার নিশ্চয়তা চায় পাকিস্তান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:২২ পিএম, ০৫ মার্চ ২০১৯
আইসিসির কাছে ভিসার নিশ্চয়তা চায় পাকিস্তান

ভারতে অনুষ্ঠিতব্য ইভেন্টে অংশ গ্রহণের জন্য ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের কাছ থেকে ভিসার নিশ্চয়তা চায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আইসিসির পরবর্তী বড় দুটি ইভেন্টের আয়োজক ভারত। তবে পার্শবর্তী দুই দেশ-ভারত-পাকিস্তানের মধ্যকার সম্পর্কটা ভাল না থাকায় আইসিসির কাছে ভিসার নিশ্চয়তা চেয়েছে পিসিবি।

গত মাসে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পুলওয়ামা হামলার পর আন্তর্জাতিক ক্রিকেটে পাকিস্তানকে এক ঘরে করার চেস্টা করছে ভারত। এমনকি আগামী ৩০ মে ইংল্যান্ডে শুরু হতে যাওয়া বিশ্বকাপ থেকে পাকিস্তানকে বের করে দেয়ার দাবীও জানিয়েছিল ভারত।

তারই প্রেক্ষিতে ভারতে অনুষ্ঠিতব্য দুটি বড় ইভেন্ট ২০২১ টি-২০ বিশ্বকাপ ও ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে অংশ নিতে ভিসা ইস্যুটি তুলেছে পাকিস্তান। আইসসিসির কাছে ভিসার নিশ্চয়তা চেয়েছে।

দুবাইয়ে আইসসিসির সভায় বিষয়টি তোলেন পিসিবি চেয়ারম্যান এহসান মানি। প্রতি উত্তরে আইসিসি বলেছে বিষয়টি অনেক আগে তোলা হয়েছে।

বেশ কিছু দিন যাবত ভারত-পাকিস্তানের মধ্যকার দ্বিপাক্ষিক ক্রিকেটীয় সম্পর্ক নেই। কেবলমাত্র আইসিসি ইভেন্টে একে অপরের বিপক্ষে খেলছে দল দুটি।

দিল্লিতে অনুষ্ঠিত শুটিং বিশ্বকাপে পাকিস্তানী শুটারদের ভারত ভিসা না দেয়ার কয়েক দিন পরই আইসিসির কাছে এ অনুরোধ জানালো পিসিবি।


শেয়ার করুন :


আরও পড়ুন

কোহলির ৪০তম সেঞ্চুরি

কোহলির ৪০তম সেঞ্চুরি

হঠাৎ অনুশীলনে সাকিব

হঠাৎ অনুশীলনে সাকিব

মাঠে প্রতিপক্ষকে ফুটবলারকে ব্লেড দিয়ে ক্ষতবিক্ষত (ভিডিও)

মাঠে প্রতিপক্ষকে ফুটবলারকে ব্লেড দিয়ে ক্ষতবিক্ষত (ভিডিও)

নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে সাকিবের না খেলার শঙ্কা!

নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে সাকিবের না খেলার শঙ্কা!