গ্রেফতার হলেন শ্রীলঙ্কান ক্রিকেটার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৪৪ পিএম, ৩১ মার্চ ২০১৯
গ্রেফতার হলেন শ্রীলঙ্কান ক্রিকেটার

ফাইল ছবি

শ্রীলঙ্কা দলের অভ্যন্তরীণ পরিবেশ মোটেও স্বস্তির নয় এখন। কোন্দল ছাড়াও কোচ চন্ডিকা হাথুরুসিংহে রয়েছেন তোপের মুখে। একই সঙ্গে টেস্ট অধিনায়ক দিমুথ করুনারত্নেকে আসন্ন বিশ্বকাপে নেতৃত্বের ভার দেওয়ার কথা ভাবছিলো ম্যানেজমেন্ট। সেই করুনারত্নেই মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে আহত করেছেন এক থ্রি হুইলার এক চালককে।

রবিবার তাকে ড্রিংক ড্রাইভিংয়ের দায়ে গ্রেফতার করেছে কলম্বোর স্থানীয় পুলিশ। থ্রি হুইলারের সঙ্গে তার গাড়ির মুখোমুখি সংঘর্ষের পরেও ভাগ্য ভালো যে আহত চালক বড় কোনও ইনজুরির মুখে পড়েননি। তবে কলম্বোর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তিনি।

বোরেলায় স্থানীয় সময় ভোর ৫টা ৪০ মিনিটে করুনারত্নেকে আটক করা হয়। অবশ্য জামিন দেওয়া হলেও সোমবার অথবা এই সপ্তাহেই তাকে আদালতে হাজির হতে হবে এই অপরাধের দায়ে।

আদালতের কার্যক্রম যাই হোক পেশাদারি জীবনেও হয়তো শাস্তির মুখোমুখি হতে হবে তাকে। শ্রীলঙ্কা ক্রিকেট বিস্তারিত জানার অপেক্ষায়। আদালতের রায় আসার পর হয়তো নিষেধাজ্ঞা আরোপ করা হবে।

টেস্টে দলকে নেতৃত্ব দিয়ে বেশ সফল করুনারত্নে ফেব্রুয়ারিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ জিতেছিলেন। তার নেতৃত্ব গুণে মুগ্ধ হয়েই আসন্ন বিশ্বকাপে দলকে নেতৃত্ব দেওয়ার ভার সঁপে দেওয়ার কথা ভাবছিলো ম্যানেজমেন্ট।


শেয়ার করুন :


আরও পড়ুন

তরুণ তানজিদের কাছে হারলো মোহামেডান

তরুণ তানজিদের কাছে হারলো মোহামেডান

সুপার ওভারে খেলা নিয়ে কলকাতাকে হারালো দিল্লি

সুপার ওভারে খেলা নিয়ে কলকাতাকে হারালো দিল্লি

আইপিএলে রেকর্ড গড়লেন গেইল

আইপিএলে রেকর্ড গড়লেন গেইল

রোহিতের ১২ লাখ রুপি জরিমানা

রোহিতের ১২ লাখ রুপি জরিমানা