দুই মাস পর বোলিংয়ে তাসকিন

সাইফুল ইসলাম সানী সাইফুল ইসলাম সানী প্রকাশিত: ০৩:৫৫ পিএম, ০৪ এপ্রিল ২০১৯
দুই মাস পর বোলিংয়ে তাসকিন

ফাইল ছবি

দীর্ঘ দুই মাস পর বোলিংয়ে ফিরেছেন বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ। ইনজুরি থেকে ফিরে বৃহস্পতিবার বিসিবির একাডেমি মাঠে তিনি বোলিংয়ের অনুশীলন শুরু করেন।

পহেলা ফেব্রুয়ারী বিপিএলে চিটাগং ভাইকিংসের ইনিংসের ১০ম ওভারে অলক কাপালির বলে অং অফে ছক্কা হাঁকান মোসাদ্দেক হোসেন সৈকত। উড়ে আসা বলটিকে তালুবন্দি করতে দ্রুত দৌড়াতে গিয়ে বাউন্ডারির ঠিক কাছে এসে পা মচকে যায় তাসকিনের।

এরপর থেকে ইনজুরির কারণে তিনি মাঠ থেকে ছিটকে যান। প্রায় দেড় মাসের মতো মাঠের বাইরে ছিলেন তাসকিন। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ ডাক পেলেও ইনজুরির কারণে পরে তিনি নিজের নাম প্রত্যাহার করে নেন।

এরপর দীর্ঘ দিন ধরে তাসকিন মাঠের বাইরে ছিলেন। পরে গত ২৩ মার্চ রানিং এবং ব্যাটিং করলেও সে সময় বোংলিয়ে করা হয়নি তার। ইনজুরির পর এবারই তিনি বোলিংয়ের অনুশীলন শুরু করলেন।

তাসকিন বলেন, ‘আমি ফিজিও শাওন ভাইয়ের অধীনে আছি এখন। এছাড়া বায়েজিদ ভাই, দেবাশিষ স্যারও দেখেছেন। শাওন ভাই শুরু থেকেই দেখছেন। তিনি আমার বেশ কিছু ফিটনেস টেস্ট নিয়েছেন। সবগুলোতে উন্নীত হয়েই বোলিং শুরু করেছি।  যদি ফিটনেস টেস্টগুলোর মধ্য দিয়ে যেতে না হতো তাহলে আরও আগেই বোলিং শুরু করতে পারতাম।’

আগামী কয়েক সপ্তাহ এভাবে অনুশীলন করে পুরোপুরি ফিট হয়ে প্রিমিয়ার লিগের ‘সুপার লিগ’ পর্ব খেলতে উন্মুখ হয়ে আছেন তাসকিন, ‘আশা করছি সুপার লিগ থেকে খেলতে পারবো। কতটুকু উন্নতি হচ্ছে সেটার ওপর নির্ভর করছে, কোন ম্যাচ থেকে খেলবো।’

বাংলাদেশের এ পেসারের ২০১৪ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঢাকায় টি-২০ ম্যাচ দিয়ে জাতীয় দলে অভিষেক হয়। এখন পর্যন্ত তাসকিন বোলিংয়ে ৩২টি ওয়ানডে ম্যাচ খেলে ৪৫, ৫ টেস্ট খেলে ৭ উইকেট এবং৩২ টি-২০ খেলে ৪৫ উইকেট নিয়েছেন।


শেয়ার করুন :


আরও পড়ুন

মাঠে ফিরেই নতুন ইচ্ছার কথা জানালেন তাসকিন

মাঠে ফিরেই নতুন ইচ্ছার কথা জানালেন তাসকিন

দুর্নীতি বিরোধী লড়াইয়ে ইন্টারপোলের দ্বারস্থ আইসিসি

দুর্নীতি বিরোধী লড়াইয়ে ইন্টারপোলের দ্বারস্থ আইসিসি

সাকিবের ভূয়সী প্রশংসায় হায়দরাবাদ মেন্টর লক্ষ্মণ

সাকিবের ভূয়সী প্রশংসায় হায়দরাবাদ মেন্টর লক্ষ্মণ

অবশেষে মানকাড বিতর্কে মুখ খুললেন বাটলার

অবশেষে মানকাড বিতর্কে মুখ খুললেন বাটলার