আম্পায়ার আলীম দারের ডাবল সেঞ্চুরি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৫৯ পিএম, ০৭ মে ২০১৯
আম্পায়ার আলীম দারের ডাবল সেঞ্চুরি

ফাইল ছবি

চলমান ত্রিদেশীয় সিরিজে ডাবলিনে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ম্যাচে দায়িত্ব পালনের মাধ্যেমে দুইশ’ ওয়ানডেতে অন-ফিল্ড আম্পায়ারিংয়ের রেকর্ড স্পর্শ করলেন পাকিস্তানের আলীম দার।

বিশ্বের তৃতীয় অন-ফিল্ড আম্পায়ার হিসেবে ওয়ানডেতে দুইশতম ম্যাচে দায়িত্ব পালন করছেন দার। এর আগে এই মাইলফলক স্পর্শ করেছেন দক্ষিণ আফ্রিকার রুডি কোয়েতজেন ও নিউজিল্যান্ডের বিলি বাউডেন।

এখন পর্যন্ত কোয়েতজেন ২০৯টি ও বাউডেন ২০০টি ওয়ানডেতে অন-ফিল্ড আম্পায়ার হিসেবে ছিলেন। তার এমন রেকর্ডে আইসিসির পক্ষ থেকেও অভিনন্দন জানানো হয়েছে।

আলীম দার পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ঝং এলাকায় জন্মগ্রহণ করেন। তিনি পাকিস্তানের প্রথম-শ্রেণির ক্রিকেটার ছিলেন। বর্তমানে তিনি আইসিসির সেরা আম্পায়ার তালিকার অন্যতম সদস্য।

ডানহাতি ব্যাটসম্যান এবং লেগ-ব্রেক বোলার হিসেবে তিনি এলাইড ব্যাংক লিমিটেড, গুজরানওয়ালা ক্রিকেট এসোসিয়েশন, লাহোর ক্রিকেট দল এবং পাকিস্তান রেলওয়েজ ক্রিকেট দলের পক্ষ হয়ে খেলেছেন। অবসরগ্রহণের পর থেকে অদ্যাবধি তিনি আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে শীর্ষস্থানীয় আম্পায়াররূপে পরিচিত হয়ে আসছেন।

ত্রিদেশীয় সিরিজে ডাবলিনে মঙ্গলবার (৭ মে) বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ম্যাচ অনুষ্ঠিত হয়। এর আগে সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিক আয়ারল্যান্ডের বিপক্ষে জয় তুলে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।

ত্রিদেশীয় সিরিজ শেষেই বাংলাদেশ দল চলে যাবে ইংল্যান্ডে দ্বাদশ বিশ্বকাপ খেলতে। মূলত আয়ারল্যান্ডের এ সিরিজ বিশ্বকাপের আগে নিজের প্রস্তুত করতে বেশ কাজে দেবে ক্রিকেটারদের।


শেয়ার করুন :


আরও পড়ুন

বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রাহক হতে পারেন যারা

বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রাহক হতে পারেন যারা

বিশ্বকাপে স্পট লাইটে থাকা পাঁচ অলরাউন্ডার

বিশ্বকাপে স্পট লাইটে থাকা পাঁচ অলরাউন্ডার

বিশ্বকাপের দশ অধিনায়কের তথ্য

বিশ্বকাপের দশ অধিনায়কের তথ্য

বিশ্বকাপে সহ-অধিনায়কের দায়িত্ব পেলেন গেইল

বিশ্বকাপে সহ-অধিনায়কের দায়িত্ব পেলেন গেইল