রাহির বদলে তাসকিন, এখনো সিদ্ধান্ত হয়নি: বিসিবি সভাপতি

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৫:০৯ পিএম, ১১ মে ২০১৯
রাহির বদলে তাসকিন, এখনো সিদ্ধান্ত হয়নি: বিসিবি সভাপতি

কয়েক দিন ধরেই গুঞ্জন শুরু হয় বাংলাদেশের বিশ্বকাপ দলে রাহির বদলে পেসার তাসকিন দলে জায়গা পেতে পারেন। কিন্তু বিষয়টি নিয়ে এখনও কোন সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

শনিবার (১১ মে) বিসিবি সভাপতি জানান, বিশ্বকাপ স্কোয়াডে রাহির পরিবর্তে তাসকিনকে নেওয়া হবে কী না, এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। আর তাসকিন এখনও পুরোপুরি ফিট না।

দলের বোলারদের মধ্যে তুলনা করতে গিয়ে তিনি বলেন, ‘আমাদের যে ৪ জন পেসার ওখানে আছে- মাশরাফি, রুবেল, মুস্তাফিজ এবং রাহী এই ৪ জনের উচ্চতা মোটামুটি একই রকমের। রুবেল একটু বেশি ধারাবাহিক, তবে মোটামুটি সবার গতিই একইরকম। বল করার ধরনও একই ধরনের। আপনি যদি ভ্যারিয়েশন চান… ভ্যারিয়েশন ভাবতে গেলে তাসকিনের কথা ভাবে ওরা (টিম ম্যানেজমেন্ট)। তার উচ্চতা, গতি, বাউন্স… ওখানে যে জিনিসটা সবচেয়ে বেশি দরকার বলে মনে হচ্ছে… আসলেই দরকার কি না জানি না, ওরা মনে করছে ওখানে বাউন্সার, ইয়র্কার এগুলা যেসব লাগবে সেসবে তাসকিন ভালো।’

তবে তাই বলে তাসকিনের দলে সুযোগ পাওয়াও যে নিশ্চিত নয়। ‘সেজন্য ও যে দলে থাকবে, চান্স পাবে সেই সম্ভাবনা এখন পর্যন্ত কিন্তু কেউ বলেনি। মাশরাফি মুস্তাফিজ তো খেলছেই। সাইফউদ্দিন আছে, ভালো খেলোয়াড়। রুবেলের মত খেলোয়াড় বসে আছে। ওরা না থাকলে না হয় আপনি তৃতীয় অপশন চিন্তা করবেন।’

পরক্ষনেই আবার তিনি জানান তাসকিনের স্কোয়াডে না থাকার ব্যাপারে। বোর্ড সভাপতি বলেন, ‘তাসকিন কেন প্রথমে লিস্টে ছিল না? ছিল না কারণ তখন পুরোপুরি ফিট হয়ে উঠেনি। আনফিট খেলোয়াড়ের নাম কীভাবে দিব, আগে তো ফিট হতে হবে। আপনারা বলতে পারেন এখন তো ও ফিট। কিন্তু রিপোর্ট হচ্ছে এখনো পুরোপুরি ফিট না। ও বল করছে, কিন্তু এখনো পুরোপুরি ফিট না। ছন্দ ফিরে পায়নি, লাইন লেন্থ এখনো পায়নি, সবকিছু এখনো ঠিক হয়নি।’

 


শেয়ার করুন :


আরও পড়ুন

ওয়েস্ট ইন্ডিজের লক্ষ্য ফাইনাল নিশ্চিত করা

ওয়েস্ট ইন্ডিজের লক্ষ্য ফাইনাল নিশ্চিত করা

দিল্লির স্বপ্ন ভেঙে ফাইনালে চেন্নাই

দিল্লির স্বপ্ন ভেঙে ফাইনালে চেন্নাই

শ্রীলঙ্কার দুই ক্রিকেটারের বিরুদ্ধে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ

শ্রীলঙ্কার দুই ক্রিকেটারের বিরুদ্ধে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ

ওপেনিংয়ে সৌম্যতে আস্থা তামিমের

ওপেনিংয়ে সৌম্যতে আস্থা তামিমের