সিরিজ চায় নিউজিল্যান্ড, পাকিস্তানের টিকে থাকা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:৩৭ এএম, ১২ জানুয়ারি ২০১৮
সিরিজ চায় নিউজিল্যান্ড, পাকিস্তানের টিকে থাকা

সিরিজ নিশ্চত করার লক্ষ্য নিয়েই তৃতীয় ওয়ানডেতে মাঠে নামবে স্বাগতিক নিউজিল্যান্ড। পক্ষান্তরে সফরকারী পাকিস্তানের লক্ষ্য জয়ে দিয়ে সিরিজে টিকে থাকা। পাকিস্তানের বিপক্ষে প্রথম দু’ওয়ানডে জিতে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে আছে স্বাগতিক নিউজিল্যান্ড। জয়ের ধারাবাহিকতা অব্যাহত রেখে সিরিজ নিজেদের করাই লক্ষ্য কিউইদের। পক্ষান্তরে সিরিজ হারের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে থাকা পাকিস্তান তৃতীয় ওয়ানডে জিতে সিরিজে টিকে থাকতে চায় । এমন লক্ষ্য নিয়ে ডুনেডিনে আগামী ১৩ জানুয়ারি বাংলাদেশ সময় ভোর ৪টায় সিরিজের তৃতীয় ম্যাচে মুখোমুখি হবে নিউজিল্যান্ড ও পাকিস্তান।

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর শ্রীলংকার বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ ৫-০ ব্যবধানে জিতে পাকিস্তান। তাই ফুরফুরে মেজাজ নিয়েই নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করে সরফরাজের দল। কিন্তু প্রথম ওয়ানডেতে নিজেদের ভালোভাবে মেলে ধরতে পারেনি পাকিস্তান। অধিনায়ক কেন উইলিয়ামসনের ১১৫ রানের সুবাদে ৭ উইকেটে ৩১৫ রান করে নিউজিল্যান্ড।

এরপর জবাব দিতে নেমে বৃষ্টির কবলে পড়ে পাকিস্তানের ইনিংস। তাই ৩০ দশমিক ১ ওভারে ৬ উইকেটে ১৬৬ রান তুলে ম্যাচ হারে পাকিস্তান। কারণ বৃষ্টি আইনে পাকিস্তানের টার্গেট ছিলো ২২৮ রান।

অবশ্য দ্বিতীয় ওয়ানডেতে পুরো ৫০ ওভার ব্যাট করতে পারে পাকিস্তান। মোহাম্মদ হাফিজের ৬০, শাদাব খানের ৫২ ও হাসান আলীর ৫১ রানের কল্যাণে ৯ উইকেটে ২৪৬ রান করে তারা। এরপর বৃষ্টির কারনে ২৫ ওভারে ১৫১ রানের টার্গেট পায় নিউজিল্যান্ড। ওপেনার মার্টিন গাপটিলের অপরাজিত ৮৬ ও রস টেইলরের অপরাজিত ৪৫ রানের সুবাদে ৭ বল হাতে রেখেই জয়ের স্বাদ নেয় নিউজিল্যান্ড।

প্রথম দুই ম্যাচে দলের পারফরমেন্সে খুশী নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। পরবর্তী ম্যাচগুলোতেও দলের কাছ থেকে এমন পারফরমেন্স আশা করছেন তিনি, ‘প্রথম দু’টি ম্যাচই আমরা জিতেছি। জয়ের ধারাবাহিকতা অব্যাহত রাখতে চাই আমরা। আমাদের লক্ষ্য সিরিজ জয়। আমরা সেই লক্ষ্যের খুব কাছে পৌছে গিয়েছি। আর একটি জয় আমাদের লক্ষ্য পূরণ করবে। প্রথম দু’ম্যাচের মত তৃতীয় ওয়ানডেতেও ভালো পারফরমেন্স করে সিরিজ জয় নিশ্চিত করতে চাই।’

সিরিজের হারের সম্ভাবনা উঁকি ঝুঁকি মারছে পাকিস্তানের সীমানায়। প্রথম দুই ম্যাচ হেরে দেয়ালে পিঠ ঠেকে গেছে তাদের। তৃতীয় ওয়ানডে হারলেই সিরিজ হারের লজ্জা পেতে হবে পাকিস্তানকে। সেই লজ্জা এড়াতে এবং সিরিজে টিকে থাকতে তৃতীয় ওয়ানডেতে জয় প্রত্যাশা করছেন পাকিস্তানের অধিনায়ক সরফরাজ আহমেদ, ‘আমাদের সামনে জয় ছাড়া অন্য কোন পথ খোলা নেই। এবার হারলে সিরিজও হাতছাড়া করতে হবে আমাদের। কিন্তু আমরা সিরিজে টিতে থাকতে চাই। এজন্য জয় ছাড়া অন্য কিছুই ভাবছি না আমরা। জয়ের জন্যই মাঠে নামবো আমরা। ব্যাটিং-বোলিংএ আমাদের আরও উন্নতি করতে হবে। নিউজিল্যান্ডকে হারাতে আরও ভালো ক্রিকেট খেলতে হবে। প্রথম দু’ম্যাচে যা করতে ব্যর্থ হয়েছে দল। আশা করছি, আমরা ভালো পারফরমেন্স প্রদর্শন করতে পারবো।’

নিউজিল্যান্ড দল
কেন উইলিয়ামসন (অধিনায়ক), টড অ্যাস্টল, লোকি ফার্গুসন, ট্রেন্ট বোল্ট, মার্টিন গাপটিল, ম্যাট হেনরি, টম লাথাম, কলিন মুনরো, হেনরি নিকোলস, মিচেল স্যান্টনার, টিম সাউদি, রস টেইলর ও জির্ওজি ওয়ার্কার।

পাকিস্তান দল
সরফরাজ আহমেদ (অধিনায়ক), আমির ইয়ামিন, আজহার আলী, বাবর আজম, ফাহিম আশরাফ, ফখর জামান, হারিস সোহেল, হাসান আলী, ইমাম-উল-হক, মোহাম্মদ আমির, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ নাওয়াজ, রুম্মান রাইস, শাহদাব খান ও শোয়েব মালিক।


শেয়ার করুন :


আরও পড়ুন

আবারও বৃষ্টি, আবারও পাকিস্তানের হার

আবারও বৃষ্টি, আবারও পাকিস্তানের হার

জিম্বাবুয়ের আসা আবারও পেছালো, প্রস্তুতি বাতিল

জিম্বাবুয়ের আসা আবারও পেছালো, প্রস্তুতি বাতিল

আয়ারল্যান্ড সফরে যাচ্ছেন কোহলিরা

আয়ারল্যান্ড সফরে যাচ্ছেন কোহলিরা

মাশরাফি ওকে, শঙ্কায় রুবেল

মাশরাফি ওকে, শঙ্কায় রুবেল