বিশ্বকাপের প্রথম ম্যাচে মরগানের খেলা নিয়ে আশাবাদী ইংল্যান্ড

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:৫৩ পিএম, ২৫ মে ২০১৯
বিশ্বকাপের প্রথম ম্যাচে মরগানের খেলা নিয়ে আশাবাদী ইংল্যান্ড

শুক্রবার অনুশীলনকালে বাঁ-হাতের কনিষ্ঠ আঙ্গুলে ‘সামান্য চির ধরা’ পড়লেও ইংল্যান্ড অধিনায়ক ইয়োইন মরগান আগামী সপ্তাহে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই খেলতে পারবেন বলে আশা করা হচ্ছে।

শনিবার অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রস্তুতি ম্যাচকে সামনে রেখে সাউদাম্পটনে সতীর্থদের সঙ্গে ক্যাচ অনুশীলনে বাঁ-হাতের কনিষ্ঠ আঙ্গুলে আঘাত পান।

টুর্নামেন্টের মাত্র ছয় দিন আগে বিশ্বকাপ ফেবারিট ইংল্যান্ডের জন্য এটা ছিল একটা বড় দু:সংবাদ। তবে সু সংবাদ হচ্ছে পরবর্তীতে হাসপাতালে নিয়ে এক্সরে করে দেখা গেছে আঘাত গুরুতর নয়। যতটা শংকা জেগেছিল ততটা নয়।

ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড(ইসিবি) এক বিবৃতিতে জানেিয়ছে, ‘আংল্যান্ড অধিনায়ক ইয়োইন মরগানের বাম হাতের কনিষ্ঠ আঙ্গুলে সামান্য চিড় ধরেছে।’

‘অস্ট্রেলিয়ার বিপক্ষে অনুশীলন ম্যাচে তিনি অংশ নিচ্ছেন না। তবে আগামী ৩০মে ওভালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচের আগেই তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন এবং ইংল্যান্ডের হয়ে খেলবেন।’
ইয়োইন মরগানের নেতৃত্বে আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ের শীর্ষ স্থান দখল করেছে ইংল্যান্ড এবং দলের শক্তিশালী ব্যাটিং লাইন আপের একজন গুরুত্বপূর্ণ সদস্য তিনি।

মরগানের দুর্ঘটনার সময় সেখানে উপস্থিত না থাকলেও ইংল্যান্ড স্পিনার লিয়াম ডসন জানান, ডাবলিনে জন্মগ্রহণকারী তার সতীর্থের হাতের ইনজুরি মারাত্মক নয়।

ডসন বলেন, ‘আমি অন্য প্রান্তে ব্যাটিং করছিলাম, যে কারণে কি ঘটেছে আমি জানি না। আমি ড্রেসিং রুমে আসার পর দু’জনকে আলোচনা করতে শুনেছি। আমি শুধু শুনেছি সে আঙ্গুলে আঘাত পেয়েছে। খুব মারাত্মক আমি মনে করি না।’


শেয়ার করুন :


আরও পড়ুন

বিশ্বকাপের আগে নিজেদের শক্তি জানান দিল আফগানিস্তান

বিশ্বকাপের আগে নিজেদের শক্তি জানান দিল আফগানিস্তান

কোহলি আগামী ক্রিকেটারদের বড় উদাহরণ : লারা

কোহলি আগামী ক্রিকেটারদের বড় উদাহরণ : লারা

যত রানেই খেলা হোক, চ্যালেঞ্জ নিতে বাংলাদেশ প্রস্তুত : রুবেল

যত রানেই খেলা হোক, চ্যালেঞ্জ নিতে বাংলাদেশ প্রস্তুত : রুবেল

দ্বাদশ আসর যাদের শেষ বিশ্বকাপ

দ্বাদশ আসর যাদের শেষ বিশ্বকাপ