ইনজুরিতে তামিম, শঙ্কায় সাইফুদ্দিন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:১৯ পিএম, ৩১ মে ২০১৯
ইনজুরিতে তামিম, শঙ্কায় সাইফুদ্দিন

বিশ্বকাপের আগে বাংলাদেশ দলে আরও একটি দুঃসংবাদ এলো। তা হলো দেশসেরা ওপেনার তামিম ইকবালের ইনজুরি। শুক্রবার (৩১ মে) ওভালে অনুশীলন করতে গিয়ে হাতে আঘাত পেয়েছেন তামিম।

এর আগে চোট পেয়েছেন পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন এবং অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। এবার এতে যোগ হলো দেশসেরা ওপেনার তামিম ইকবালের নাম।

ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে খেলতে নেমে হ্যামস্ট্রিংয়ে টান পড়ে মাশরাফির। সেই ম্যাচে বিশ্রামে ছিলেন তামিম। তবে ২ জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচকে সামনে রেখে অনুশীলনে নেমেছিলেন তিনি।

শুক্রবার ওভালে অনুশীলনে হাতে আঘাত পান তামিম। কিছুক্ষণ অনুশীলনের পরই মাঠ থেকে ফিজিওর সঙ্গে বেরিয়ে যান। পরে জানা যায় বাঁ হাতের কব্জির নিচে চোট পেয়েছেন তামিম।

তবে তামিমের চোট কতটা গুরুতর অথবা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আদৌ তিনি মাঠে নামতে পারবেন কি-না সে ব্যাপারে এখনও নিশ্চিত করতে পারেনি বিসিবি।

তামিম ছাড়াও বাংলাদেশের জন্য আরও দুঃসংবাদ আছে। পিঠের চোটের কারণে শুক্রবার অনুশীলন করতে পারেননি মোহাম্মদ সাইফুদ্দিন। শঙ্কা রয়েছে প্রথম ম্যাচে খেলা নিয়েও। বোলিং করতে পারেননি মাশরাফিও। তবে বোলিংয়ে ফিরেছেন পেসার মোস্তাফিজ।


শেয়ার করুন :


আরও পড়ুন

সব দলকে শ্রদ্ধা করি, কাউকে ভয় করি না : রোডস

সব দলকে শ্রদ্ধা করি, কাউকে ভয় করি না : রোডস

বিশ্বকাপে বাংলাদেশের থিম সং প্রকাশ

বিশ্বকাপে বাংলাদেশের থিম সং প্রকাশ

সুযোগ থাকলে কোহলিকে দলে নিতেন মাশরাফি

সুযোগ থাকলে কোহলিকে দলে নিতেন মাশরাফি

বিশ্বকাপে নতুন রেকর্ড গড়তে চায় বাংলাদেশ

বিশ্বকাপে নতুন রেকর্ড গড়তে চায় বাংলাদেশ