আইসিসির শাস্তির মুখে পড়ছে শ্রীলঙ্কা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৫৭ পিএম, ১৬ জুন ২০১৯
আইসিসির শাস্তির মুখে পড়ছে শ্রীলঙ্কা

ফাইল ছবি

চলতি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে পরাজিত হওয়ার পর নির্ধারিত সংবাদ সম্মেলনে উপস্থিত হয়নি পাকিস্তান। আর এর জন্য ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) শাস্তির মুখে পড়তে হচ্ছে শ্রীলঙ্কাকে।

ওভালে অস্ট্রেলিয়ার কাছে ৮৭ রানে পরাজিত হয় দিমুথ করুনারত্নের নেতৃত্বাধীন শ্রীলঙ্কা। ওই ম্যাচে পরাজিত হওয়ায় দলটির টুর্নামেন্টে খেলার আশা হুমকির মুখে পড়েছে।

ম্যাচ শেষে লঙ্কান অধিনায়ক করুনাত্নে ও অন্যান্য খেলোয়াড়দের নির্ধারিত সংবাদ সম্মেলনে ও ‘মিক্সড জোনে’ হাজির হওয়ার কথা ছিল। তবে তারা সংবাদ সম্মেলনে উপস্থিত হতে অস্বীকার করেন। যার ফলে টুর্নামেন্ট আয়োজক আইসিসির কাছ থেকে শাস্তির মুখোমুখি হচ্ছে তাদের।

শ্রীলঙ্কার বিপক্ষে কোন ব্যবস্থা নেওয়া হবে কি না জানতে চাইলে আইসিসির এক মুখপাত্র সাংবাদিকদের বলেন, ‘হ্যাঁ। শ্রীলঙ্কা আমাদের জানিয়েছে তারা সংবাদ সম্মেলন করতে চান না। এ বিষয়ে আইসিসি তাদের সঙ্গে কথা বলবে।’

এদিকে টিম ম্যানেজার অশান্তা ডি মেল তার দলের প্রতি আইসিসির আচরণের সমালোচনা করার এক দিন পরই শ্রীলঙ্কা গণমাধ্যমেরর সঙ্গে কথা বলতে অস্বীকৃতি জানালো। ডি মেল বিশ্বকাপে পিচ, অনুশীলন সুবিধা, পরিবহন এবং বাসস্থানের মানের সমালোচনা করেন।

ডি মেলের বিষয়ে শ্রীলঙ্কান সংবাদপত্র ডেইলি নিউজ প্রকাশিত এক রিপোর্টে বলা হয়, ‌‘এটা একটা বিশ্বকাপ, যেখানে শীর্ষ স্থানীয় দশটি দল অংশ নিচ্ছে এবং আমি মনে অংশগ্রহণকারী সব দলের সঙ্গে সমান আচরণ করতে হবে।’

শ্রীলঙ্কা দল বহনকারী বাসের সমালোচনা করে ডি মেল বলেন, এটি অন্য দলগুলোকে দেওয়া দোতলা বাসগুলোর চেয়ে বেশি চাপা। একই সঙ্গে তিনি কার্ডিফের নেট সুবিধাকে ‘অসন্তোসজনক’ এবং দল থাকার জন্য ব্রিস্টলে হোটেলে সুইমিং সুবিধা না থাকার সমালোচনা করেন।


শেয়ার করুন :


আরও পড়ুন

আর্থার চান নির্মমতা, হাথুরু দিয়েছেন স্বাধীনতা

আর্থার চান নির্মমতা, হাথুরু দিয়েছেন স্বাধীনতা

পরিত্যক্ত হলো বাংলাদেশ-শ্রীলঙ্কার ম্যাচ

পরিত্যক্ত হলো বাংলাদেশ-শ্রীলঙ্কার ম্যাচ

বৃষ্টির ‘কল্যাণে’ শ্রীলঙ্কার জয়

বৃষ্টির ‘কল্যাণে’ শ্রীলঙ্কার জয়

বিশ্বকাপে শ্রীলঙ্কার গুরুত্বপূর্ণ পরিসংখ্যান ও রেকর্ড

বিশ্বকাপে শ্রীলঙ্কার গুরুত্বপূর্ণ পরিসংখ্যান ও রেকর্ড