বাংলাদেশকে হারিয়ে ঘুড়ে দাঁড়াতে চায় ওয়েস্ট ইন্ডিজ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৫৭ এএম, ১৭ জুন ২০১৯
বাংলাদেশকে হারিয়ে ঘুড়ে দাঁড়াতে চায় ওয়েস্ট ইন্ডিজ

ফাইল ছবি

দ্বাদশ বিশ্বকাপে নিজেদের পঞ্চম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে খেলবে ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের বিপক্ষে জিততে চান ক্যারিবীয় অধিনায়ক জেসন হোল্ডার। টনটনের সমারসেট কাউন্টি গ্রাউন্ডে সংবাদ সম্মেলনে তেমনটাই হুঁশিয়ারি দিলেন তিনি।

হোল্ডার বলেন, ‘আমরা বাংলাদেশের বিপক্ষে ম্যাচ নিয়ে আত্মবিশ্বাসী। বাংলাদেশের বিপক্ষে খেলতে এসেছি এবং এটাও নিশ্চিত করতে হবে আমরা তাদের হারাতে পারি।’

বিশ্বকাপে এখন পর্যন্ত ৪টি ম্যাচ খেলেছে ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের মতই ৩ পয়েন্ট রয়েছে ক্যারিবীয়দের। বাকি ম্যাচগুলোতে ভালো করার ইঙ্গিত দিলেন ওয়েস্ট ইন্ডিজের দলপতি হোল্ডার।

বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে ঘুড়ে দাঁড়ানোর ইঙ্গিত তার, ‘টুর্নামেন্টে আরও অনেক ম্যাচ বাকি আছে আমাদের। মাত্র চার ম্যাচ খেলেছি আমরা। পরের ম্যাচগুলোতে ভালো করতে হবে। বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়েই ঘুড়ে দাঁড়াতে হবে।’

বাংলাদেশের বিপক্ষে ম্যাচে ভালো করতে হলে ব্যাটসম্যান-বোলারদের ভালো করতে হবে বলে জানান হোল্ডার। বলেন, ‘ব্যাটসম্যান হিসেবে নিজেদের দায়িত্ব ভালোভাবে পালন করার বিষয়টি আমাদের নিশ্চিত করতে হবে। যাতে বড় স্কোর করা যায়। বোলার হিসেবে নিজেদের সেরাটা দিতে হবে।’

বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে প্রথম, দ্বিতীয় ও ফাইনালেও ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে শিরোপা অর্জন করে বাংলাদেশ। ওই সিরিজের পর বিশ্বকাপের মঞ্চে আবারও মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ।


শেয়ার করুন :


আরও পড়ুন

প্রথম ও শেষ কথা জয় প্রয়োজন : মাশরাফি

প্রথম ও শেষ কথা জয় প্রয়োজন : মাশরাফি

ত্রিদেশীয় সিরিজের সুখস্মৃতিতে উজ্জীবিত বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজের সুখস্মৃতিতে উজ্জীবিত বাংলাদেশ

মুশফিকের হাতে কোন চিড় ধরা পড়েনি

মুশফিকের হাতে কোন চিড় ধরা পড়েনি

অনুশীলনে সাকিব, দুশ্চিন্তার অবসান

অনুশীলনে সাকিব, দুশ্চিন্তার অবসান